লেনোভো ল্যাপটপের নির্দিষ্ট মডেলে দুই হাজার টাকা ছাড় দিচ্ছে প্রযুক্তি পণ্য বিপণনকারী প্রতিষ্ঠান স্টারটেক।

এর মধ্যে ৬২ হাজার টাকা দামের লেনোভো আইডিয়া প্যাড ১ এর দুটি সংস্করণ কেনা যাবে ৬০ হাজার টাকায়। ৬৭ হাজার টাকা দামের লেনােভাে আইডিয়া প্যাড ৩ কেনা যাবে ৬৫ হাজার টাকায়। লেনোভো কে ১৪ সিরিজের কোর আই ৫ মডেলটি কেনা যাবে ৮১ হাজার ৫০০ টাকার বদলে ৭৭ হাজার ৪২৫ টাকায়। লেনোভো থিংক প্যাড এল ১৪ থার্ড জেনারেশনের কোর আই ৫ ল্যাপটপটি কেনা যাবে এক লাখ ১২ হাজার ৫০০ টাকার পরিবর্তে এক লাখ ছয় হাজার ৮৭৫ টাকায়।

পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্টক থাকা সাপেক্ষে অফার চলবে। দেশজুড়ে স্টারটেকের শোরুম ছাড়াও ওয়েবসাইট থেকে কেনা যাবে।