
পানির নিচে স্পিকার নিয়ে গান উপভোগ করতে চাইলে নিতে পারেন আইকিয়া ভ্যাপি নামের ব্লুটুথ স্পিকার।
মাত্র ১৫ ডলার দামের স্পিকারটি ব্যবহারকারীদের দেবে দুর্দান্ত অভিজ্ঞতা। তিন ইঞ্চি বর্গক্ষেত্রর খুদে এ স্পিকারটি মাত্র দুই ইঞ্চি চওড়া।
এতে রয়েছে সিলিকনের প্রলেপ। সুদৃশ্য কর্ড থাকায় গোসল কিংবা সাঁতারের সময় এটি সহজেই গলায় ঝুলিয়ে রাখা যায়। ফলে পানিতে হারিয়ে যাওয়ার ভয় থাকে না। আইপি৬৭ রেটিংয়ের এ স্পিকারটি একবার চার্জ দিলে টানা ৮০ ঘণ্টা গান শোনা যায়। পানিতে দেখার জন্য স্পিকারটিতে রয়েছে এলইডি লাইট।
মন্তব্য করুন