ফরিদপুর সুহৃদ সমাবেশের কার্যক্রম আরও বেগবান করার লক্ষ্যে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
বসন্তের শুভক্ষণে গঠিত হলো সরকারি রাজেন্দ্র কলেজে সুহৃদ সমাবেশের নতুন কমিটি। ১৩ মার্চ বিকেল ৫টায় কলেজের শহীদ মিনার চত্বরে মো. হাবিবুর রহমানকে আহ্বায়ক ও তানজিদা বকুল তনুকে সদস্য সচিব করে ১৭ সদস্যের কমিটি গঠন করা হয়। এ উপলক্ষে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন সুহৃদ সমাবেশ ফরিদপুরের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, সমকালের স্টাফ রিপোর্টার হাসানউজ্জামান, সহসভাপতি মহুয়া ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবারাব নাদিম ইতু, যুগ্ম সম্পাদক তামান্না আক্তার, পাঠচক্র সম্পাদক তানজিদা বকুল তনু, ফরিদপুর বিজ্ঞান আন্দোলন মঞ্চের আহ্বায়ক সজল বাড়ৈ, সুহৃদ শাউন আহম্মেদ, মো. মিলন ও অন্যান্য সুহৃদ সদস্য। নবগঠিত কমিটির কার্যক্রমের ওপর ভিত্তি করে আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। কমিটির সদস্যরা সুহৃদ সমাবেশের গঠনতন্ত্র অনুসরণ করে ভালো কাজের মাধ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সাধারণ সম্পাদক ফরিদপুর