জাতীয় শিশু দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন উপলক্ষে বিড়ালদহ কলেজের সুহৃদ সমাবেশ আয়োজন করে প্রীতি ক্রিকেট ম্যাচ। সাবেক সুহৃদ বনাম বিড়ালদহ কলেজের সুহৃদ দলের মধ্যে প্রীতি ফুটবল খেলা বিকেল ৩টায় বিড়ালদহ মাঠে অনুষ্ঠিত হয়। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বিড়ালদহ সুহৃদ দল। উদ্বোধনী ব্যাটার হিসেবে পিচে আসেন সাব্বির ও সিরাজ। বোলিংয়ে ইসমাইল। ১২ ওভার শেষে দলীয় সংগ্রহ ১০২ বিড়ালদহ কলেজের সুহৃদ দলের। দ্বিতীয়ার্ধে তাড়াহুড়া করতে গিয়ে শুরুতে উইকেট হারায় সাবেক সুহৃদ দল। শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠে আনন্দে মেতে ওঠে সাবেক সুহৃদ দল। আনন্দ-উৎসবে মুখর চারদিক। এমন আয়োজনে খুশি খেলা দেখতে আসা দর্শক। বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে এ ধরনের আয়োজনে ধন্যবাদ জানান খেলা দেখতে আসা বয়স্ক ব্যক্তিরা। খেলার মাঝে সুহৃদের উদ্দেশে বক্তব্য দেন মিল্লাত। তিনি বলেন, বর্তমান সময় যুবসমাজ মাদকের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। এদিক থেকে আহ্বান জানাই সুহৃদ সমাবেশকে। এ ছাড়া বক্তব্য দেন শিহাব শেখ। খেলায় মৃদুল, সিফাত, তামিম, মহান, রাতুল, সিয়াম, মমিন, রাকিব, হৃদয়, রাব্বি প্রমুখ অংশ নেন।
খেলা শেষে বিড়ালদহ কলেজের সুহৃদ সমাবেশের কমিটির পূর্ণাঙ্গ সদস্যদের নিয়ে ২২ মার্চ সাংস্কৃতিক অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়।
সুহৃদ বিড়ালদহ

বিষয় : বিড়ালদহ

মন্তব্য করুন