- ফিচার
- দিনাজপুরে রঙিন দিন
দিনাজপুরে রঙিন দিন

বেলুন উড়িয়ে রংপুর আঞ্চলিক উৎসবের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমমহ অতিথিরা
ঠাকুরগাঁও পীরগঞ্জের আল হাসানা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সহিদুজ্জামান সিফাত বলে, আমার বিদ্যালয় থেকে প্রায় ১২০ জন এসেছি। শিক্ষক ও অভিভাবকরা আমাদের সার্বিক সহযোগিতা করছেন। এর ফলেই আমরা সফল হতে পারছি। এটা আনন্দের।
সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী তাসনিয়া কবিরের প্রত্যাশা, এই উৎসবের মাধ্যমে জীববিজ্ঞান নিয়ে গবেষণার নতুন কিছু উদ্ভাবন করা। জাতীয় পর্যায়ে উন্নীত হয়ে আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশ নিয়ে দেশের জন্য সুনাম বয়ে আনা।
অনুষ্ঠান শেষে কথা হয় গাইবান্ধা বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্র আকতাবুর জামান অর্কের সঙ্গে। দিনাজপুরে সে একাই এসেছে উৎসবে যোগ দিতে। সে বলে, আমি আমার স্কুলের হয়ে একাই এই পরীক্ষায় অংশগ্রহণ করতে এসেছি। অনেক দূর হয়ে যায় দিনাজপুর। দুপুরে ট্রেনে এসেছি। জীববিজ্ঞানের প্রতি ভালোবাসা থেকেই আসা।
দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) আইকিউএসির পরিচালক ড. বিকাশ চন্দ্র সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অলিম্পিয়াড রংপুর বিভাগীয় আঞ্চলিক কমিটির সভাপতি এ কে এম জিয়াউর হক সিজার, দিনাজপুর আদর্শ কলেজের অধ্যক্ষ ড. সৈয়দ রেদওয়ানুর রহমান, বিডিবিওর অনিন্দ্র প্রামাণিক, সায়েন্স একাডেমির সহসভাপতি আসাদুল্লাহ সরকার, সমকালের দিনাজপুর জেলা প্রতিনিধি বিপুল সরকার সানি, ফুলবাড়ী প্রতিনিধি আজিজুল হক সরকার। এ সময় সাংবাদিক কুরবান আলী, মোস্তাফিজুর রহমান, সুহৃদ সভাপতি তুষার শুভ্র বসাক, সাধারণ সম্পাদক বিজন কুমার দাস, শাহরিয়ার সুমন, প্লাবনসহ দিনাজপুরের সুহৃদ ও এনজাইমরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন অনুষ্ঠানের পর শিক্ষার্থীদের নিয়ে যাওয়া হয় মহাবিদ্যালয়ের বিভিন্ন কক্ষে। সেখানে তাদের এক ঘণ্টার পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষা শেষে ফল প্রস্তুত করে বিকেলে আবার শুরু হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। সনদপত্র, ক্রেস্ট ও মেডেল তুলে দেওয়া হয় শিক্ষার্থীদের হাতে। রংপুর আঞ্চলিক জীববিজ্ঞান উৎসবে জুনিয়র, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। জুনিয়র পর্যায়ে চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়ন হয়েছে ঠাকুরগাঁও বণিক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রাজিয়াতুন জিন্নাহ, মাধ্যমিক পর্যায়ে রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মেহজাবিন সরকার এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে দিনাজপুর সরকারি কলেজের শিক্ষার্থী রাজন্যা রায়। উৎসবে জুনিয়র পর্যায়ে মোট বিজয়ী ৯৮ জন, মাধ্যমিক পর্যায়ে ৮৪ ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ১৬ জন। এমন আয়োজনে খুশি অংশগ্রহণকারী শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকবৃন্দ। তাঁরা কিছু প্রত্যাশার কথাও ব্যক্ত করেছেন।
দিনাজপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় রংপুর আঞ্চলিক উৎসব। উৎসবে রংপুর বিভাগের আটটি জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৯ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। ১৮ মার্চ সকালে দিনাজপুর আদর্শ মহাবিদ্যালয়ে উৎসব উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। এর আগে জাতীয় সংগীত পরিবেশনের সময় জাতীয় পতাকা উত্তোলন করেন অতিথিরা।
বিপুল সরকার সানি ও আজিজুল হক
মন্তব্য করুন