থাক দাঁড়িয়ে আবহ–
নীল শাড়ির বিভঙ্গ ও
সংগীতের ওপারে রয়েছে চমৎকার অন্ধকার
এবং কালো আর সাদা
তৈরি করে নীল
আসমানভরা গম্ভীরমুখ ও চোখ মধ্যবর্তী স্থান
প্রেমোকরোজ্জ্বল বায়ুর কল
যতই কলকলিয়ে ওঠে
আনুপাতিক ততই নীলাভময় বিষাদে ছাওয়া
মৌন, পানসে আকাশ।
ঋজু রেজওয়ান
প্রকাশ: ২৪ মার্চ ২৩ । ০০:০০ । প্রিন্ট সংস্করণ
মন্তব্য করুন