মানিনি দৈব ব’লে কিছু
তবু আমাকেই আবার কেন দিয়েছি সঁপে
                                দৈবর হাতে
প্রিয়তার পতনপ্রবাহ
সে ভাসে আমাকে নিয়ে আনন্দআগুনখেয়ালি
 
কোথাও কি রয়েছে কাছে বিনাশের
                           শেষ চুম্বন পাতা?
থাকুক না! থাকুক না তবে
 
ফিরে আসব কি আসব না, না জেনেই
প্রপাতের খাড়া গা বেয়ে তুমুল নেমে যাচ্ছি
হারিয়ে যাবার আদুল খুশিতে



বিষয় : পদাবলি

মন্তব্য করুন