আসছে বৈশাখ। আর বৈশাখের প্রথম দিন যে বাংলা বছরেরও প্রথম দিন, মানে নববর্ষের দিন– সেটা তো সবাই জানো। তা এই বিশেষ দিনটিকে সামনে রেখে তোমরা যা ভাবো, যা আঁকো এবং যা লিখো– সব পাঠিয়ে দাও আমাদের কাছে। আমরা তা ছেপে দেবো খুব যত্ন করে। লেখা ও ছবির সঙ্গে নিজের নাম, বয়স, ক্লাস ও স্কুলের নাম-ঠিকানা লিখে দিও।

আমাদের ঠিকানা–
ফড়িং মিয়া
ঘাসফড়িং, সমকাল, টাইমস মিডিয়া ভবন (৫ম তলা), ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা

বিষয় : ফড়িং মিয়ার চিঠি

মন্তব্য করুন