
আমাদের দেশটা খুব সুন্দর। রূপকথার দেশের চেয়েও সুন্দর। এত্তো সুন্দর যে, লিখে শেষ করা যাবে না।
আমাদের দেশটাকে আমি ভালোবাসি খুব। শুধু আমি একা না, আমার আব্বু, আম্মু, ভাইয়া, টিচার, রুবাই, মিতু, মৃদুল, কঙ্কনা... আরও যত্তো বন্ধু আর আত্মীয়-স্বজন আছে, সবাই ভালোবাসে এই দেশটাকে। এত্তো সুন্দর একটা দেশে জন্ম হওয়ায় আমি খুব খুশি।
বন্ধুরা, আমি জানি, অনেক যুদ্ধ করে, অনেক ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা। তাই সব বীর মুক্তিযোদ্ধাকে আমি জানাই অনেক শ্রদ্ধা।
[বয়স : ৮+৪–৩–১ বছর; ময়মনসিংহ]
মন্তব্য করুন