
২৬ মার্চে আব্বু, আম্মি আর আমি ইচ্ছেমতো ঘুরি। আব্বু বলেন, ‘অ্যাই বুড়ি, আজ তোর একটা ইচ্ছে পূরণ করবো। বল, তোর একটা ইচ্ছের কথা।’ বলি, ‘চলো তাইলে আমরা চারুকলায় যাই।’ আব্বু চারুকলায় নিয়ে যান। মুখে পতাকা এঁকে, হাতের পিঠে স্বাধীনতা দিবস লিখে আব্বুর হাত ধরে হাঁটি। আব্বু আমাকে রং পেন্সিল কিনে দেন। পরে ধানমন্ডি খেতে যাই। রাত করে বাসায় ফিরি। নিজেকে তখন বড় মানুষ মনে হচ্ছিলো। শোনো, ফড়িং মিয়া, এটা আমার গতো বছরের স্বাধীনতা দিবসের কথা। এবারও আমি আব্বুকে নিয়ে ঘুরবো। আব্বু আমার একটা ইচ্ছেও পূরণ করবেন!
দ্বিতীয় শ্রেণী, ভিকারুননিসা নূন স্কুল
বিষয় : গপ্পো
মন্তব্য করুন