মাসব্যাপী ‘এসার রমজান অফার’ ঘোষণ করেছে ইউসিসি। এ অফারে এসার নাইট্রো সিরিজের ইন্টেল প্রসেসর যুক্ত ল্যাপটপে নিশ্চিত পুরস্কার হিসেবে রয়েছে তিন হাজার টাকার গিফট কার্ড অথবা সমপরিমাণ টাকার প্রাইজবন্ড, এসার নাইট্রো সিরিজের এএমডি প্রসেসরযুক্ত ল্যাপটপের সঙ্গে রয়েছে পাঁচ হাজার টাকার গিফট কার্ড অথবা সমপরিমাণ টাকার প্রাইজবন্ড।

এসার এস্পায়ার সিরিজের ল্যাপটপের সঙ্গে নিশ্চিত পুরস্কার হিসেবে রয়েছে দুই হাজার টাকার আড়ংয়ের ঈদ গিফট কার্ড অথবা সমপরিমাণ টাকার প্রাইজবন্ড এবং এসার এক্সটেনসা সিরিজের ল্যাপটপের সঙ্গে নিশ্চিত পুরস্কার হিসেবে রয়েছে স্বপ্ন সুপারশপের ৫০০ টাকার শপিং ভাউচার।

এক অনুষ্ঠানে এ অফার ঘোষণা করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ এসার ইন্ডিয়ার বিজনেস ম্যানেজার (কনজ্যুমার এবং কমার্শিয়াল) সারওয়ার জাহান শোয়েব, বাংলাদেশ এসার ইন্ডিয়ার চ্যানেল কনসালট্যান্ট মো. হাসিব জ্যাকিসহ ইউসিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।