- ফিচার
- গান-কবিতায় স্বাধীনতা দিবস উদযাপন
গান-কবিতায় স্বাধীনতা দিবস উদযাপন

স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি ও শিক্ষার্থীদের একাংশ
রাজারহাট
আসাদুজ্জামান আসাদ
বাবা উত্তম কুমার তবলায় এবং মেয়ে উপমা রায় হারমোনিয়াম বাজিয়ে মধুর কণ্ঠে সুর, ছন্দে, তাল, লয়ে দেশের গান দর্শক, শ্রোতা ও বিচারকমণ্ডলীর মন কেড়ে নিয়েছে। উপমা রায় উর্মি রাজারহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দু’দিনব্যাপী রাজারহাট সমকাল সুহৃদ সমাবেশ আয়োজিত কবিতা-আবৃত্তি, দেশাত্মবোধক গান ও উপস্থিত বক্তৃতা অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের সনদপত্রসহ পুরস্কার হিসেবে শিক্ষা উপকরণ দেওয়া হয়। এ ছাড়া কবিতা ও দেশাত্মবোধক গানের জন্য আটজনকে সম্মাননা দেওয়া হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে ইয়াছির আবরার, দ্বিতীয় স্মরণীকা সরকার, তৃতীয় যথাক্রমে মারজাহান ইশরাত ও অন্বেষা সরকার।
উপস্থিত বক্তৃতায় ‘ক’ গ্রুপে প্রথম হয়েছে অষ্টম শ্রেণির শিক্ষার্থী স্মরণীকা সরকার, দ্বিতীয় অন্বেষা সরকার এবং তৃতীয় যথাক্রমে স্বর্ণ সরকার ও শুভশ্রী সরকার। দেশাত্মবোধক গানে প্রথম হয়েছে অষ্টম শ্রেণির শিক্ষার্থী উপমা রায় উর্মি এবং দ্বিতীয় সপ্তম শ্রেণির শিক্ষার্থী আদৃতা রায় অর্থী। এ ছাড়া দ্বিতীয় সপ্তম শ্রেণির শিক্ষার্থী অর্পিতা পাল এবং তৃতীয় হয়েছে সপ্তম শ্রেণির শিক্ষার্থী স্বর্ণ সরকার। সুহৃদ রেদওয়ানুল হাসান রাহী ‘খ’ গ্রুপে উপস্থিত বক্তৃতা ও দেশাত্মবোধক গানে প্রথম স্থান অধিকার করে। এ ছাড়া সুহৃদ, শিক্ষক মনিবুল হক বসুনীয়া, সরোয়ার হোসেন, সংগীতা সরকার, প্রীতিলতা সরকার, আবুবকর, প্রদীপ কুমার সরকারকে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে রাজারহাট প্রেস ক্লাব সভাপতি সরকার অর্ণন যদুকে সাহিত্যে এবং স্বরলিপি সাংস্কৃতিক সংসদের সভাপতি শিক্ষক বাদশা মিঞাকে সংগীত বিষয়ে সম্মাননা দেওয়া হয়েছে। বিচারকের দায়িত্বে ছিলেন সুহৃদ ও সহযোগী অধ্যাপক চিন্ময় রায় পলাশ, রাজারহাট থানার ওসি তদন্ত প্রাণকৃষ্ণ দেবনাথ, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা বাদশা মিয়া, সহকারী অধ্যাপক মধু সূদন পাল এবং প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, সুহৃদ সংগীতা সরকার।
দ্বিতীয় দিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সমকাল সুহৃদের সভাপতি অধ্যক্ষ আবুল হোসেন সরকার, সাধারণ সম্পাদক ও সহযোগী অধ্যাপক চিন্ময় রায় পলাশ, রাজারহাট প্রেস ক্লাব সভাপতি সরকার অর্ণন যদুসহ অনেকে উপস্থিত ছিলেন।
সমন্বয়ক সুহৃদ সমাবেশ,
রজারহাট, কুড়িগ্রাম
ঈশরগঞ্জ
মুহাম্মদ মুস্তাকিম
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ সুহৃদ সমাবেশ ইউনিটের পক্ষ থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার আয়োজন করেন সুহৃদরা। স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন সুহৃদের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, ক্রীড়া সম্পাদক আরিফুল হক, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মুস্তাকিম প্রমুখ।
সাংগঠনিক সম্পাদক ঈশ্বরগঞ্জ সুহৃদ সমাবেশ
মন্তব্য করুন