ঈদ উপলক্ষে এথনিক এবং ওয়েস্টার্ন পোশাক নিয়ে এসেছে ‘টুয়েলভ ক্লদিং’। এই কালেকশনের নাম তারা দিয়েছে ‘রয়্যাল ডেলিকেসি’। এবারের পোশাকের ডিজাইনের মধ্যে তারা একটু রাজকীয় স্টাইলিশ ঢংয়ের ছোঁয়া রেখেছে।
এথনিক কালেকশনের ক্ষেত্রে নারী, পুরুষ ও কিডস– এই তিন ক্যাটাগরিতে বিভিন্ন প্রিন্ট, এমব্রয়ডারি ও কারচুপির সংমিশ্রণে এই পোশাকের ডিজাইনগুলো সাজিয়েছেন টুয়েলভের ডিজাইনাররা। ঈদ কালেকশনের প্রধান অনুষঙ্গ পাঞ্জাবির ক্ষেত্রেও তাঁরা নজরকাড়া ডিজাইনের পসরা সাজিয়েছেন। ছেলেদের পায়জামা-পাঞ্জাবির সম্পূর্ণ সেটসহ সামঞ্জস্যপূর্ণ ট্রেন্ডি ও ফ্যাশনেবল কটিও বাজারে এনেছেন তাঁরা। মেয়েদের ক্ষেত্রে থ্রিপিস, টুপিসের সালোয়ার-কামিজসহ ট্রেন্ডি পোশাকের সমাহার টুয়েলভের দেশব্যাপী ৩৬টি আউটলেটে। এ ছাড়া ওয়েস্টার্ন কালেকশনের ক্ষেত্রে ছেলেদের পোলো টি-শার্ট, ক্যাজুয়াল শার্ট, জিন্সসহ স্টাইলিশ সব পোশাকও ছিল এই ফ্যাশন শোর প্রদর্শনীতে। মেয়েদের পোশাকেও ওয়েস্টার্ন প্যাটার্নের টপস, টিউনিক, জিন্সের কালেকশন দিয়ে নিজেদের মেলে ধরেছে টুয়েলভ। v

বিষয় : দেশীয় ও পশ্চিমা পোশাক

মন্তব্য করুন