প্যারাপ্লেজিক তরুণী প্রিন্সেস মিশা উত্তরাধিকারী সূত্রে প্রায় এক দশক পর হুইলচেয়ারে বসে প্রাসাদোপম বাড়িতে ফিরে আসে। সৎমা রুক্মিণী তাকে স্বাগত জানায়। তার বাবা রাজা সাহেবকে প্রাসাদে অনুপস্থিত দেখে মিশা রুক্মিণীর কাছে জানতে চায়, বাবা কোথায়? রুক্মিণী সত্য লুকানোর চেষ্টা করে। মিশার বাবা কোথায়, তা কেউ জানে না। এমনকি রাজা সাহেবের বিশ্বস্ত ব্যক্তিগত সহকারী কপিলও জানে না, তার বাবা কোথায় আছে। কিন্তু রাজা সাহেব এক রাতে বাড়িতে এসে কিছু সময়ের জন্য মিশাকে দেখা দিয়ে আবার অদৃশ্য হয়ে যান।

পুলিশ কর্মকর্তা রাহুল দেব প্রশ্ন তোলেন– ‘আপনি যদি রাজা সাহেবকে দেখেই থাকেন, তাহলে তিনি নিখোঁজ হন কীভাবে অথবা তিনি যদি নিখোঁজই হন, আপনি তাহলে কাকে দেখেছেন?’ অবশেষে মিশা উপলব্ধি করতে পারে তার বাবাকে হত্যা করা হয়েছে। পুলিশ কর্মকর্তা রাহুল দেব তদন্ত শুরু করেন। মিশার বাবার হত্যাকারী কারা, এ হত্যার পেছনের উদ্দেশ্য কী? সম্প্রতি উন্মোচিত আসন্ন বলিউড চলচ্চিত্র ‘গ্যাসলাইট’-এর ট্রেলারে এসব প্রশ্নই ঘুরেফিরে এসেছে।

যার উত্তর মিলবে আগামীকাল। কারণ, কাল ছবিটি মুক্তি পাচ্ছে। এ ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন বলিউড স্টারকিড সারা আলি খান [মিশা], বিক্রান্ত ম্যাসি [কপিল], চিত্রাঙ্গদা সিং [রুক্মিণী]। এ ছাড়া বিশেষ দুটি চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় ওবেরয় ও রাহুল দেব। এই ছবির মাধ্যমে দীর্ঘ বিরতির পর আবারও সিনেমায় ফিরলেন চিত্রাঙ্গদা সিং।

‘গ্যাসলাইট’ গুজরাটের ওয়াঙ্কানেরের একটি নির্জন প্রাসাদের লোকেশনে চিত্রায়িত হয়েছে। মাত্র ৩৬ দিনের মধ্যে ছবিটি শুট করা হয়েছে। অভিনেত্রী সারাকে শেষবার ২০২১ সালের অক্ষয় কুমার ও ধানুশের বিপরীতে আনন্দ এল রাইয়ের ‘আতরঙ্গি রে’ ছবিতে দেখা গিয়েছিল।

তিনি ওই ছবিতে পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে আক্রান্ত একজন তরুণীর চরিত্রে অভিনয় করেছিলেন। ছবিটি ওটিটিতে মুক্তি পায়। ফলে দুই বছর পর ‘গ্যাসলাইট’ ছবির মাধ্যমে তিনি আবার পর্দায় ফিরছেন। সারা অভিনীত এ ছবিটিও ডিজিটালভাবে মুক্তি পাবে। সারা ও বিক্রান্ত ম্যাসি ‘গ্যাসলাইট’ ছবিতে প্রথমবারের মতো পর্দা ভাগাভাগি করেছেন।

একটি সন্দেহজনক হত্যা রহস্য, একজন তরুণী, একজন সৎমা, একজন প্রেমিক, একজন বাবা, একজন পুলিশ কর্মকর্তা এবং একজন চিকিৎসককে ঘিরে ছবিটির কাহিনি আবর্তিত হয়েছে। পবন কৃপালানি পরিচালিত ও রমেশ সাধুরাম তৌরানি প্রযোজিত সাইকোলজিক্যাল থ্রিলার ধারার ‘গ্যাসলাইট’ আগামীকাল থেকে ডিজনি প্লাস হটস্টারে দেখা যাবে।