একজন ডাচ সৈনিকের মৃত্যুদিনে আমাদের শহরে
লোডশেডিং বেড়ে যায়

প্রতিবার মোমবাতি জ্বালাতেই ভুলে যাওয়া দিনটিকে
মনে পড়ে
শরীরে আগুন নিয়ে মোমের কান্নাগুলো গলে যাওয়া দেখি

ধবধবে সাদামোম মৃত ডাচ সৈনিকের বিধবা স্ত্রী

 

বিষয় : পদাবলি মাসুদার রহমান

মন্তব্য করুন