যারা পাখি হয়ে গিয়েছিলে
যুদ্ধক্ষেত্র থেকে সরাাসরি
উনিশ শ’ একাত্তরে, আজ
আকাশ-ভুবন জুড়ে গাইছ
বৈতালিক জাগরণি সুরে
বাংলার মৃত্তিক মানুষের
জয়গাথা বনানিমরুতে
পুষ্প পাপড়ি মেলে বালুকণা
সাগর সৈকতে বিশ্বময়
জাগি জাগো ঢেউ ভাঙে দেহে
দেহান্তরে জগতজনের;
নোনা ঘ্রাণ শুঁকি তোমাতেই!


বিষয় : মোহাম্মদ রফিক পদাবলি

মন্তব্য করুন