জ্বর- সকলের পরিচিত অসুখ, কারণে-অকারণে প্রায়ই ঘরে ঘরে উপস্থিত হয়। জ্বরতপ্ত কপালে মায়ের উদ্বেগাকুল হাত– এ-ও সকলেরই আশৈশব পরিচিত দৃশ্য, বয়স বাড়বার সাথে সাথে যা স্মৃতির অন্তর্গত হয়। মায়ের স্পর্শের বদলে সেখানে আসে দয়িত বা দয়িতা কিংবা আত্মজ-আত্মজার নিবিড় স্পর্শ। অনেকের ক্ষেত্রে এসব স্পর্শ অনুপস্থিত থাকে বৈকি; তবে পরিবার পরম্পরায় জ্বর মানেই শয্যাপাশে উৎকণ্ঠিত কয়েকটি মুখ! অন্যদিকে নাগরিক জীবনে জটিল ঘুর্ণাবর্তে সময় কোথায় নিজের মতো সময় কাটানোর! জ্বরতপ্ত সময় সেই অবসরও এনে দেয়, জ্বরের ঘোরে কখনও ব্যক্তি পৌঁছে যায় একান্ত নিজের কাছে। যে জ্বর অনেক অসুখের দরজা না খুলে শুধুই দিন কয়েকের জন্য ব্যক্তিকে     বাধ্যতামূলক ছুটির ফাদে ফেঁলে, সেই জ্বরের ঘোর নানা আখ্যানের সূচনা ঘটায়।


সূচিপত্র

প্রবন্ধ
বাঙালির সংস্কৃতিচর্চার ঐতিহ্য ও আমাদের স্বাধীনতা অর্জন
আতাউর রহমান :: ৪–৫

আপন দর্পণ
শরীফ খান :: ৬

প্রচ্ছদ
প্রত্যেকটি জ্বরের ঢেউ বহুদিন আগে নিহত স্মৃতির মতো ফিরে আসে
ইরাজ আহমেদ:: ৮–১০

জ্বরনামা
শােয়াইব জিবরান :: ১১–১৩

জ্বর ও  প্রলাপের মতো কিছু
­রিমঝিম আহমেদ :: ১৪–১৬

গল্প
পুরান ঢাকায় নতুন প্রেম
ফিরোজ আহমদ :: ২০–২২

বার্মার লোককাহিনি
বদরুল হাসান :: ২৩–২৫

দূরের সাহিত্য :: ৭

বইয়ের ভুবন :: ১৭

পদাবলি :: ১৮–১৯
মোহাম্মদ রফিক
মাসুদার রহমান
বাবুল আনোয়ার
জুয়েইরিযাহ মউ
গোলাম কিবরিয়া পিনু
রনি অধিকারী
বেবী সাউ

শিল্পকলা
যোজনে বিয়োজনে
ঋতুপর্ণা দেবনাথ রঙ :: ২৬–২৭

বিন্দু বিন্দু
কাজিরাঙার বনে
ফারুক মঈনউদ্দীন :: ৩০

কুইজ :: ৩১

বিষয় : কালের খেয়া

মন্তব্য করুন