
তাসিনম প্রভা অক্টোপাসের কারিকুরি দেখে কে অবাক না হয়? বলি, চাইলে তুমি খাতায় আনতে পারো অক্টোপাস। সেই অক্টোপাসও দেখাবে রাজ্যের কারিকুরি। কিন্তু কীভাবে? অক্টোপাস আঁকার সেই কৌশল তোমাদের শিখিয়ে দিচ্ছেন
ধাপ: ১
প্রথমে পেন্সিল দিয়ে সাদা কাগজের মধ্যে এমন একটা বৃত্ত এঁকে নাও।
ধাপ: ২
এবার বৃত্তের নীচের দিকে মুছে শেকড়ের মতো করে দুটো হাত এঁকে নাও। তবে শেকড় দুটোর মাঝখানটায় খালি রাখতে ভুলে যেও না।
ধাপ: ৩
এবার মাঝখানের ফাকা জায়গায় আরেকটা শেকড়ের মতো হাত এক নাও। আর বৃত্তটার ভেতর ছোট করে চোখ এঁকে নাও।
ধাপ: ৪
এখন কী করবে? কী আর! চোখ দুটো এমন বড় করে খালি জায়গাটাতে শেকড়ের মতো করে আরেকটা হাত বসিয়ে দাও।
ধাপ: ৫
বলি, অক্টোপাসের তো আর চারটি হাতে চলে না, নাকি? তাই আপাতত এমন আরো তিনটি হাত এঁকে নাও।
ধাপ: ৬
এবার পেছনে আরো দুটো হাত এঁকে ভেতরে গোল গোল করে বৃত্ত দিয়ে রং করলেই পেয়ে যাবে তোমার আঁকা অক্টোপাসটাকে...
মন্তব্য করুন