- ফিচার
- বেইলি রোডের তিন কসমেটিক দোকানকে জরিমানা
ভোক্তা অধিকারের অভিযান
বেইলি রোডের তিন কসমেটিক দোকানকে জরিমানা

বিদেশি কসমেটিক পণ্যের মোড়কে আমদানিকারকের তথ্য, মেয়াদ উত্তীর্ণের তারিখ ও বিএসটিআইর সিল না থাকায় তিন কসমেটিকের দোকানে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শুক্রবার রাজধানীর বেইলি রোডের নাভানা বেইলি স্টার ও ক্যাপিটাল সিরাজ শপিংমলে অভিযান চালিয়ে দোকানগুলোতে এ জরিমানা করা হয়েছে। এর মধ্যে নাভানা বেইলি স্টার মার্কেটের স্টারডাস্টকে পাঁচ হাজার এবং ক্যাপিটাল সিরাজের ওয়েস্টার্ন গ্ল্যামার ও হলমার্ককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান ও ঢাকা বিভাগের সহকারী পরিচালক মাগফুর রহমান। এ সময় হাসানুজ্জামান বলেন, এ পণ্যগুলোর মধ্যে কিছু পণ্য বিদেশ থেকে আমদানি করা। কিন্তু সেগুলোতে আমদানিকারকের কোনো তথ্য নেই। মেয়াদ উত্তীর্ণের তারিখ নেই। এমনকি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সিলও নেই। এ কারণে তিনটি দোকানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা ও মৌখিকভাবে সতর্ক করা হয়েছে।
অভিযান শেষে অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার সাংবাদিকদের সামনে বিস্তারিত তুলে ধরে বলেন, বেইলি রোডে অবস্থিত কসমেটিকের দোকানগুলোতে অনেক ক্রেতা আসেন। এ সুযোগ কাজে লাগিয়ে ঈদের সময় কিছু অসাধু ব্যবসায়ী তাঁদের পণ্যগুলো বেইলি রোডসহ অন্যান্য মার্কেটের ছোট ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন। দোকানিরাও বেশি মুনাফার লোভে সেগুলো ভোক্তার কাছে বিক্রি করেন। দ্বিতীয়বার এ ধরনের অনিয়ম পাওয়া গেলে ভোক্তাদের স্বার্থে প্রতিষ্ঠানগুলো সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হবে বলে জানান তিনি।
এর আগে রাজধানীর কারওয়ান বাজারে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তবে সেখানে তেমন কোনো অনিয়ম পাওয়া যায়নি। একই দিন নারায়ণগঞ্জেও একটি সুপারশপে অধিদপ্তরের একটি টিম অভিযান পরিচালনা করে। সেখানে কসমেটিক পণ্যে দেওয়া বারকোড অবৈধ থাকায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে অধিদপ্তর।
মন্তব্য করুন