- ফিচার
- শিশুর সঙ্গে যোগাযোগ স্থাপনের বিষয়ে বাবা-মায়ের প্রশিক্ষণ
বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৩
শিশুর সঙ্গে যোগাযোগ স্থাপনের বিষয়ে বাবা-মায়ের প্রশিক্ষণ

শিশুর সঙ্গে কীভাবে যোগাযোগ স্থাপন করতে হবে, সে বিষয়ে মা-বাবাকে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে অটিজম ঠেকানো সম্ভব বলে যুক্তরাজ্যের এক গবেষণায় উঠে এসেছে। দেশটির সংবাদমাধ্যম টেলিগ্রাফের এক প্রতিবেদনে সেই গবেষণার ফলাফল তুলে ধরে বলা হয়, যোগাযোগ স্থাপনে শিশুর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাথমিক চেষ্টাগুলো কীভাবে ব্যাখ্যা করতে হবে, সে বিষয়ে একটি ভিডিওতে পরামর্শের মাধ্যমে দুই-তৃতীয়াংশ সমস্যার সমাধান করা সম্ভব। ৯ থেকে ১৪ বছরের ৮৯ শিশুর ওপর চার বছর ধরে এ পরীক্ষা চালানো হয়। তাদের মধ্যে অর্ধেক শিশুর মা-বাবা পাঁচ মাস ধরে ভিডিওতে পরামর্শ পেয়েছেন। বাকি অর্ধেক শিশুর ক্ষেত্রে প্রচলিত সবচেয়ে ভালো চিকিৎসা দেওয়া হয়েছে।
ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার এবং ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা এ গবেষণায় তিন বছরের শিশুদের অটিজম শনাক্ত হওয়ার হার ২০ দশমিক ৫ শতাংশ থেকে ৬ দশমিক ৭ শতাংশে নামিয়ে আনতে সক্ষম হয়েছেন।
ভিডিওতে মা-বাবার সঙ্গে অটিজমের ঝুঁকিতে থাকা শিশুদের যোগাযোগ স্থাপনের কিছু ঘটনা ধারণ করা হয়। মা-বাবা যাতে সে অনুযায়ী সাড়া দিতে পারেন, সে জন্য পরবর্তী সময়ে একজন থেরাপিস্ট বাচ্চাটি কীভাবে যোগাযোগের চেষ্টা করেছে তা বুঝিয়ে দেন। বিজ্ঞানীরা মনে করছেন, অটিস্টিক শিশুদের মধ্যে সামাজিক যোগাযোগ এড়িয়ে চলার চেয়ে বরং যোগাযোগ স্থাপনের প্রবণতাই বেশি। তবে তারা সেটা এমনভাবে করে যা মা-বাবার পক্ষে বুঝে ওঠা মুশকিল হয়।
যেসব মায়ের সন্তানরা অটিজমে আক্রান্ত, সেসব মাকে কাউন্সেলিং করলে তাদের বিষণ্নতা কমে বলে গত বছর এক গবেষণায় দেখা গেছে। আইসিডিডিআর,বি জানায়, স্বল্প খরচে স্কুলভিত্তিক মানসিক স্বাস্থ্যসেবার মাধ্যমে অটিজমে আক্রান্ত শিশুদের মায়েদের বিষণ্নতার অবস্থা পরিবর্তন এবং জীবনযাত্রার মানোন্নয়নে আশাব্যঞ্জক ফল পাওয়া গেছে। গবেষণাটি গ্লোবাল মেন্টাল হেলথ জার্নালে প্রকাশিত হয়।
মন্তব্য করুন