
অনেক দিন আগের কথা। এক দেশে এক কাঠুরে ছিলো। তার নাম ছিলো মনু। মনু খুব গরিব ছিলো। সে বন থেকে কাঠ সংগ্রহ করে যে টাকা পেতো তা দিয়ে ঠিকমতো খাবার খেতে পারতো না। মনু তার মেয়ের সাথে বনের পাশের একটি ছোট কুঁড়েঘরে থাকতো। মনুর মেয়ের নাম ছিলো রোজা। রোজা খুব সুন্দর ও সাহসী মেয়ে ছিলো। সে কখনো হিংসা করতো না। কিন্তু মনু ও রোজার মনে খুবই কষ্ট ছিলো। রোজার মা রোজার যখন জন্ম হয় তার কিছুদিন পরেই নিখোঁজ হয়ে যায়...।
তারপর?
কী এতো কষ্ট বাবা আর মেয়ে রোজার?
তা আর বলা যাবে না! তোমরা বাকিটা জানতে পারবে ‘ভয়ংকর গাছ’ শিরোনামের বইটি পড়লে।
মজার এই গল্পটি আদুরে ভাষায় তোমাদের জন্য লিখেছেন ছোট্ট বন্ধু রাইদাহ গালিবা। জানো, এই গল্পটি লেখার পর গালিবা জ্বরে পড়ে। তারপর সে পাখি হয়ে উড়াল দেয় আকাশের দেশে!
পাখি হয়ে যাওয়া ছোট্টমোট্ট লেখক রাইদাহ গালিবার বইটির প্রচ্ছদ ও অলংকরণ করেছেন শিল্পী নাহিদা নিশা। ২০০ টাকা দামের এই বইটি তোমাদের জন্য প্রকাশ করেছে বইবাংলো প্রকাশনী। আশপাশের বইয়ের দোকানে খুঁজলেই পেয়ে যাবে বইটি। বাইরে না গিয়ে অনলাইনের মাধ্যমেও এই বই সংগ্রহ করে পড়ে নিতে পারো। আর পড়ে কেমন লাগলো সে কথা আমাদের জানিও; কেমন?
আরও পড়ুন
মন্তব্য করুন