ভুলেও কোনোদিন আঁড়ি দিয়ে বাড়ি থেকে বের হব না
দেখো, পথের ওই ধারে যতই দাঁড়িয়ে থাক নিশিডাক
কালো জাদুর মায়ামন্ত্র যতই ডাকুক বারবার
যতই দেখাক ভয় কিংবা মায়া, তারপরও
কোনো মন্ত্রণাতে কিছুতেই যাব না সেদিকে
একটু সুস্থ হলেই কাছে যাব
যেখানে অসংখ্য নভোরাগ মল্লার গাইছে
একান্ত পাবার সেই মহেন্দ্রক্ষণে প্রতিবার
যেভাবে কেঁপে উঠি এবারও তাই ঘটবে
সমাধি সৈকতে বেড়াতে যাবার নেই প্রয়োজন
কবরের মানচিত্র আঁকা আছে বালু-ক্যানভাসে
রাত জেগে ভয়-ভীতি কালো জাদু তাড়াবার
গান গাইব, ধোঁয়া দিয়ে আঁকব দীপক দহন
সুস্থতা ছাড়া এসবের কিছুই দেবো না তোমাকে
সুস্থতা ফিরে এলে গন্তব্যে যাত্রা করব আবার
ফেরদৌস নাহার
প্রকাশ: ২৮ এপ্রিল ২৩ । ০০:০০ । প্রিন্ট সংস্করণ
মন্তব্য করুন