
ফড়িং সোনা, ঈদের ছুটি তো শেষ। কিন্তু এখনও শেষ হয়নি বেড়ানোর রেশ। কেউ যাচ্ছো গ্রামে, কেউবা দর্শনীয় স্থানে। কেউ আবার দেশের বাইরে। তা এই ছুটির দিন আর ভাবনাগুলো আরও রাঙিয়ে তুলতে পারো গল্পের বইয়ের সঙ্গে। সিসিমপুর থেকে প্রকাশিত এমন কিছু মন রাঙানো বইয়ের খোঁজ দিচ্ছেন আশিক মুস্তাফা
এই যে ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছো। অনেকে আবার যাচ্ছো দর্শনীয় স্থানে ঘুরতে। কেউ আবার দেশের বাইরে। বলি, তোমাদের মতো টুকটুকিও ঘুরতে যায়। সুযোগ পেলেই তার মন যেন পালাই পালাই করে! কিছুদিন আগে গেলাে সোনারগাঁয়ে। কী দেখলাে সেখানে? সে আমি বলতে পারবো না বাপু। তোমরাই পড়ে নাও টুকটুকির সোনারগাঁ ভ্রমণ বইয়ে। ওদিকে ইকরি ব্যস্ত তার ইচ্ছেঘুড়ি নিয়ে। বলবে, ইচ্ছেঘুড়ি আবার কি গো? বলি, ইচ্ছেঘুড়ি তো ইচ্ছেঘুড়ি। মানে যা ইচ্ছে তাই করে। কার ইচ্ছে? তাও জেনে নাও ইকরির ইচ্ছেঘুড়ি বইটি পড়ে। আর জানতে পারো ওয়ানগালা উৎসবের কথা। বলবে, সে আবার কী? সে যে একটা উৎসব তা তো বুঝতেই পারছো। কিন্তু কারা পালন করে এই উৎসব তা নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে। এই ইচ্ছেটাও পূরণ করতে পারো ওয়ানগালা উৎসবে ইকরি শিরোনামের বইটি পড়ে।
এই বইগুলোর মতো আরও অনেক অনেক বই তোমাদের জন্য প্রকাশ করেছে সিসিমপুর। এই যেমন- এসো রংধনু বানাই, প্রজাপতি উৎসব, সবার জন্যে বই, দম দম কল কল, নানান রকম ছবির ফ্রেম, বার বার করি ব্যবহার, সাহসী সামাল, চিলিক চিলিক গুড়ুম গুড়ুম, ইকরির ধাঁধা, এসো গুনি, ইকরির বন্ধুরা, টিমটিম মিমমিম, ইলিকাস মিলিকাস, গাড়ি গাড়ি খেলা, লাল কার্ড সবুজ কার্ড, টুকটুকিদের টাওয়ারসহ এত্তো এত্তো বই।
এই বইগুলো কেবল তোমাদের জন্যই লেখা। গল্পগুলো পড়লে মনে হবে তোমার আশপাশের কোনো ঘটনা কিংবা তোমার প্রিয় প্রাণীকে নিয়েই লেখা। আবার তুমি যা ভাবো তাও খুঁজে পেতে পারো এই বইগুলোতে। আর যারা এই বইগুলো লিখেছেন তাঁরা এতো সহজ ভাষায় লিখেছেন যে, বুঝতে কোনো কষ্টই হবে না তোমাদের।
আরেকটা মজার বিষয় হচ্ছে, তোমরা টিভিতে সিসিমপুর দেখে যেই চরিত্রগুলোর সঙ্গে পরিচিত হয়েছো সেসব চরিত্র দিয়েই লেখা হয়েছে গল্পগুলো। ফলে গল্পগুলো আরও সহজে বুঝতে পারবে তোমরা।
রঙিন এই বইগুলো তোমাদের মতো পৃথিবীর অনেক অনেক ছোট্টমোট্ট পণ্ডিতের ভাবনাকে রাঙিয়ে তুলছে। তাই বলছিলাম কি, ঈদের ছুটিতে বইগুলো সংগ্রহ করে ইচ্ছেমতো ছুটিকে রাঙিয়ে তুলতে পারো। বইগুলো পাওয়া যাবে যে কোনো বইয়ের দোকানে। অনলাইনেও সংগ্রহ করতে পারো রকমারি এবং বইবাজার থেকে। চাইলে এই নম্বরেও যোগাযোগ করতে পারো- ৯৬১০৬৬৬০০০। পড়ে জানিও!
বিষয় : বইয়ের খোঁজ রঙিন বই
মন্তব্য করুন