- ফিচার
- ড. ওয়াজেদ মিয়ার জীবন-দর্শন অনুসরণে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান স্পিকারের
ড. ওয়াজেদ মিয়ার জীবন-দর্শন অনুসরণে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান স্পিকারের

ফাইল ছবি
প্রথিতযশা বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার জীবন ও দর্শন অনুসরণের জন্য তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
মঙ্গলবার রংপুরের পীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ আহ্বান জানান তিনি।
স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘ড. ওয়াজেদ মিয়া মেধার কারণে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মূল্যায়িত হয়েছেন। তিনি ছিলেন একজন নিরহংকারী ও বিনয়ী, এক কথায় অসাধারণ এক ব্যক্তিত্বের অধিকারী। সেই সঙ্গে অনুসরণীয় ব্যক্তিত্ব। বাংলাদেশের উন্নয়নে প্রথিতযশা একজন বিজ্ঞানী হিসেবে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।’
অনুষ্ঠানে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পীরগঞ্জ পৌরসভার মেয়র আবু সালেহ্ মোহাম্মদ তাজিমুল ইসলাম শামীম, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, রংপুরের জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন, পুলিশ সুপারসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকাল থেকে উপজেলার লালদীঘি ফতেপুরে বিভিন্ন স্তরের মানুষের পাশাপাশি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হাসিবুর রশিদ, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক ছায়াদত হোসেন বকুল, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, ড. ওয়াজেদ ফাউন্ডেশনসহ বিভিন্ন সামাজিক সংগঠন কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়, করা হয় ফাতেহা পাঠ।
দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা ও দোয়া মাহফিল হয়। এ ছাড়া গোপীনাথপুর হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে উন্নত খাবার পরিবেশন করা হয়।
মন্তব্য করুন