কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির দৌড়ে অংশ নিতে জোরেশোরে মাঠে নামছে গুগলের মালিকানাধীন মূল কোম্পানি মেটা। মাইক্রোসফটের এআই চ্যাটবটকে টেক্কা দিতে গুগলের পণ্যগুলোতে নতুন এআই প্রযুক্তি যুক্ত হতে যাচ্ছে।

মূলত ইন্টারনেট সার্চিংয়ে ৩০০ বিলিয়ন ডলারের বাজারে অংশীদারিত্ব ধরে রাখতেই নতুন এ উদ্যোগ নিতে যাচ্ছে মেটা। এজন্য ‘ম্যাগি’ কোড নামে গোপন প্রজেক্ট বাস্তবায়ন করছে কোম্পানিটি। ধারণা করা হচ্ছে, মাইক্রোসফটের চ্যাটবট চ্যাটজিপিটির মতো গুগলও ইন্টারনেট থেকে তথ্য অনুসন্ধানে এআইর ব্যবহার নিশ্চিত করতে চায়।

রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, ম্যাগি প্রজেক্টের মাধ্যমে গুগল তথ্য অনুসন্ধানে অতীতের ডাটা থেকে ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী নতুন বিষয়বস্তু তৈরি করবে। পাশাপাশি এটি চ্যাটজিপিটির মতো সৃজনশীল কাজেও পারদর্শী হবে। গুগলের আসন্ন আইও সম্মেলেনে এ বিষয়ে ঘোষণা আসতে পারে। বছরের পর বছর ধরে ইন্টারনেটের শীর্ষ সার্চ ইঞ্জিন গুগল।

এ খাতে বিজ্ঞাপন বাজারেও গুগলের একচ্ছত্র আধিপত্য রয়েছে। তবে এ আধিপত্যকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে মাইক্রোসফটের চ্যাটজিপিটি। সম্প্রতি মাইক্রোসফট চ্যাটজিপিটির নতুন সংস্করণ ‘জিপিটি ৪’ উন্মোচন করেছে। মাইক্রোসফটের মালিকানাধীন ওপেনএআইর তৈরি জিপিটি ৪ আগের সংস্করণের চেয়ে আরও বেশি কার্যকর।

এ দিকে গত মার্চ মাসে ‘বার্ড’ নামে নতুন এআই প্রযুক্তি পরীক্ষামূলক উন্মোচন করে গুগল। তবে বার্ড ঠিক চ্যাটজিপিটির সমকক্ষ হতে পারেনি। ইন্টারনেট থেকে তথ্য অনুসন্ধানে ভুলভাল ফলাফল দিয়ে শুরুতেই বিতর্কের মুখে পড়ে বার্ড।  বার্ড পরীক্ষামূলক পর্যায় না পেরোতেই এলো গুগলের ‘ম্যাগি’ প্রকল্প।