
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থী ও অতিথিরা
সম্প্রতি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায়, বাংলাদেশ মেডিকেল স্টুডেন্ট সোসাইটির মেডিকেল শিক্ষার্থীদের অনুষ্ঠিত হয় WHO সিমুলেশন। এই সিমুলেশনে অংশগ্রহণ করেন সারাদেশের বিভিন্ন মেডিকেল কলেজের পাঁচশতাধিক শিক্ষার্থী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. সামিল উদ্দিন আহমেদ শিমুল। অতিথি ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম. লুৎফর রহমান। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ড. মাজহারুল ইসলাম, লাইন ডিরেক্টর (প্লানিং মনিটরিং অ্যান্ড রিসার্চ) ডিরেক্টরেট জেনারেল অব হেলথ সার্ভিস। অধ্যাপক এম মোস্তফা জামান, উপদেষ্টা, গবেষণা ও প্রকাশনা (ডব্লিউএইচও)। বাংলাদেশ মেডিকেল স্টুডেন্ট সোসাইটির প্রেসিডেন্ট ডাক্তার মালিহা বিন্তে মাসুদ। অর্গানাইজিং কমিটির ইফতেখার আহমেদ সাকিব। অর্গানাইজিং কমিটির কো-চেয়ার হিসেবে ছিলেন রাহিতুল-আল-নাহিয়ান এবং মাশিয়াত মুবাশ্বিরা।
সিমুলেশনে WHO রিপ্রেজেন্টেটিভ ড. বর্দন জাং রানা সরাসরি উপস্থিত থাকতে না পারলেও একটি ভার্চুয়াল বার্তা পাঠিয়ে দেন। অনুষ্ঠানের দ্বিতীয় দিনে ওয়ার্কিং পেপার ও ড্রাফট রেজুলেশন উত্থাপন এবং এর পক্ষে বিপক্ষে ভোটের আয়োজন করা হয়। এর পর ‘আর্ট অব পাবলিক স্পিকিং অ্যান্ড বিল্ডিং ইয়ুথ লিডারশিপ’ এর ওপরে একটি স্পেশাল সেশন অনুষ্ঠিত হয়, যেখানে বক্তা ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ন্যাশনাল প্রফেশনাল অফিসার সালমা সুলতানা। সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, এমপি। সিমুলেশনে অংশগ্রহণকারীরা একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন ।
মন্তব্য করুন