কিমিয়া সাদাত এবং মো. ছাদেকুর রহমান সম্প্রতি মেঘনা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন। এই পদোন্নতির আগে কিমিয়া সাদাত এবং মো. ছাদেকুর রহমান মেঘনা ব্যাংকে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন।

কিমিয়া সাদাত ২০১৯ সালে মেঘনা ব্যাংকে যোগদান করেন। তিনি এশিয়ান ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স হোলসেল ব্যাংকিং অ্যাওয়ার্ড-২০২১-এর মাধ্যমে ব্যাংকের জন্য প্রথম আন্তর্জাতিক পুরস্কার অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

মো. ছাদেকুর রহমান ১৯৯৮ সালে সোনালী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন। পরে তিনি এবি ব্যাংকে যােগদান করেন। সংবাদ বিজ্ঞপ্তি।