- ফিচার
- নিষিদ্ধ ক্রিম বিক্রির দায়ে কুড়িগ্রামে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
নিষিদ্ধ ক্রিম বিক্রির দায়ে কুড়িগ্রামে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

জেলা শহরের এন আর প্লাজায় অভিযান পরিচালনা করা হয় - সমকাল
নিষিদ্ধ রঙ ফর্সাকারী ক্রিম বিক্রি করার দায়ে কুড়িগ্রামে তিন ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম। বুধবার দুপুরে জেলা শহরের এন আর প্লাজায় এ অভিযান পরিচালনা করা হয়।
কুড়িগ্রাম ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান সমকালকে বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার দুপুরে পৌর শহরের মার্কেটগুলোতে অভিযান পরিচালনা করা হয়। এসময় বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ রঙ ফর্সাকারী ক্রিম বিক্রয় করার অপরাধে এন আর প্লাজার সম্রাট কসমেটিকসকে পাঁচ হাজার, রিফাত কসমেটিকসকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও সুপার মার্কেটের শাড়ি মেলাকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
মো. মোস্তাফিজুর রহমান বলেন, জরিমানার পাশাপাশি যে কোনো নিষিদ্ধ দ্রব্য বিক্রয় না করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
মন্তব্য করুন