
খুকি খাবে তালপিঠা- এই তার বায়না
জেদ ধরে বসে আছে, আর কিছু খায় না।
মা বলেন, রাত হলো
খুকি, ভাত খাবে চলো
তালপিঠা ছাড়া খুকি আর কিছু চায় না।
মা বলেন, গ্রীষ্মে তো গাছে তাল থাকে না
ভাদ্র মাসের আগে তাল মোটে পাকে না।
বইয়ে বুঝি পড়োনি
মনে তো তা করোনি
ধরে রেখো জ্ঞানটুকু, শুধু বইটাকে না।
গ্রীষ্মে তো লিচু পাকে, জামরুল আর জাম
নানা জাতের রসভরা সুস্বাদু আম।
তাও বুঝি খাবে না?
পরে তবে পাবে না
গ্রীষ্মটা চলে গেলে কাঁঠালের নাম!
যে ঋতুতে যে ফল তা না যদি খাও
সেই ঋতু চলে গেলে যত করে চাও
সেই ফল আর নেই,
খাও তাই আজকেই
যখন যা আছে তাতে আনন্দ নাও।
মন্তব্য করুন