- ফিচার
- এক ঘাটে জল খেয়ে হলো বল
এক ঘাটে জল খেয়ে হলো বল

এই হাতিটার নাম ইরানী। সে একদম বোকাসোকা। কেউ তার সঙ্গে কথা বলতে চায় না। তাই তার বড্ড মন খারাপ। একদিন সে মন খারাপ করে যেই গেলো নদীর পাড়ে, অমনি পানি থেক মাথা তুলে তাকে ডাক দিলো এক কুমির ছানা। কুমির ছানাটার নাম বিরানী! সেই কুমির ছানাটা বোকাসোকা। তার সঙ্গেও কেউ কথা বলে না। তারও বড্ড মন খারাপ। তো মন খারাপ করে তারা একজন আরেকজনকে শোনালো মনের কথা। তারা একে অন্যের নাম শুনেও অবাক!
সে যাক, তারপর ইরানী আর বিরানীর বন্ধুত্ব হয়ে গেলো। তারা প্রায়ই একে অন্যের সঙ্গে দেখা করে নদীর পাড়ে এসে। আর গল্প করে। কতো কতো গল্প তাদের!
বয়স : ৩+৩+৩ বছর; তৃতীয় শ্রেণি, পরীক্ষণ বিদ্যালয়, পিটিআই, গোপালগঞ্জ
বিষয় : ঘাসফড়িং
মন্তব্য করুন