- ফিচার
- দুই বন্ধুর দেখা
দুই বন্ধুর দেখা

এক হাতি নদীর পাড়ে জল পান করতে এলো। আর তখনি তাকে বাধা দিলো পানিতে থাকা এক দুষ্টু কুমির। কুমির বললো, এই পাশে আমি থাকি, তুমি অন্য পাশে গিয়ে জল পান করো। হাতি অন্য পাশে গিয়ে জল পান করলো। তারপর তারা গল্প করতে থাকলো। গল্প করতে করতে সন্ধ্যা নেমে এলো। তারপর তারা গল্প শেষ করে যার যার মতো চলে গেলো।
বয়স : ২+২ বছর; প্লে, ডিএপিএস, মিরপুর, ঢাকা
মন্তব্য করুন