‘রং করে দাও’ বিভাগে পাশের সাদা-কালো ছবিটা দিয়ে বলেছিলাম, ইচ্ছেমতো রং করে দিতে। আর রং করতে গিয়ে যা ভাবনায় আসে তা লিখে পাঠাতে। তোমাদের রং করে পাঠানো ছবি ও লেখা থেকে এই নাও ছেপে দিলাম দুইটি। যাদেরগুলো ছাপা হলো না, তারা রাগ করো না যেন...

বিষয় : ঘাসফড়িং রং করে দাও

মন্তব্য করুন