- ফিচার
- চিকিৎসক থেকে উদ্যোক্তা
চিকিৎসক থেকে উদ্যোক্তা

তাসনিম মাহমুদ মিম
ছোটবেলা থেকেই ভাবতে থাকি আমরা বড় হয়ে কী হবো। ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট– কত রকমের চিন্তা। অনেকে শখের পেশা বড় হয়ে আঁকড়ে রাখতে পারেন। আবার অনেকের শখের পেশা বাস্তবতায় হারিয়ে যায়। আমরা গতিশীল জীবনে অভ্যস্ত হয়ে পড়ি। তবু এত কিছুর মাঝে ইচ্ছাশক্তি আর কাছের মানুষদের অনুপ্রেরণায় একই সঙ্গে একজন চিকিৎসক ও উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়েছেন তাসনিম মাহমুদ মিম। তাঁকে চিকিৎসক হওয়ার স্বপ্নটা প্রথম বুনে দিয়েছিলেন তাঁর নানাভাই। এরপর থেকে পড়াশোনায় কঠোর অনুশীলন করে একের পর এক পরীক্ষায় ভালো ফল। হলি ফ্যামিলি মেডিকেল কলেজ থেকে অর্জন করেন এমবিবিএস ডিগ্রি। পরে তিনি এমপিএইচ সম্পন্ন করেন নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে। বর্তমানে তিনি বিকন ফার্মায় রিসার্চ অ্যান্ড পাবলিকেশন বিভাগে কর্মরত।
চিকিৎসক থেকে উদ্যোক্তা হওয়ার গল্প তুলে ধরে তাসনিম মাহমুদ মিম জানান, তাঁর মায়ের কথা। মা সৈয়দা তাসলিমা আক্তার শুরু থেকে এখন পর্যন্ত সাহস এবং আত্মবিশ্বাস জুগিয়ে গেছেন অন্তরালে। আর ছােটবোন তাসনিয়া ব্যবসার কাজে সার্বক্ষণিক সহযোগিতা করেন। ‘আসলে এই দুজনের সহযোগিতা ছাড়া আমার এই পর্যায়ে আসা হতো না। চিকিৎসকের মতো একটি ব্যস্ত পেশার পাশাপাশি ব্যবসা চালিয়ে যাওয়া নিশ্চয়ই সহজ হতো না।’
ইন্টার্নি শেষে নিজেকে আরেকটু স্বাবলম্বী করতেই মনে দানা বাঁধে বিভিন্ন ব্যবসায়িক চিন্তা। তার মধ্য থেকে তিনি বেছে নেন প্রি-অর্ডারে পণ্য আমদানির উদ্যোগ। যাঁরা যথাযথ পণ্য স্বাচ্ছন্দ্যে ও নিশ্চিন্তে ব্যবহার করতে চান তাঁদের জন্য বিশ্বের স্বনামধন্য ব্র্যান্ডের পণ্য আমদানি করে পৌঁছে দিতে নেন উদ্যোগ। তিন বছর আগে ‘স্টাইলোরিয়াম’ নামক ফেসবুক পেজ থেকে এই অনলাইন ব্যবসার শুরু। ক্রেতাদের প্রি-অর্ডারভিত্তিক এই সেবায় দিনে দিনে নির্ভরযোগ্যতা অর্জন করে স্টাইলোরিয়াম।
পণ্য আমদানি ও বিক্রির চিন্তা কীভাবে এলো– জানতে চাইলে তাসনিম মাহমুদ বলেন, ‘দেশের বাইরে একটি ফ্যামিলি ট্রিপে গিয়ে মনে এ বিষয়টা আসে। যাঁরা ইচ্ছা করলেই শপিংয়ের জন্য হুটহাট দেশের বাইরে পারি জমাতে পারেন না, জীবনের নানা ব্যস্ততার মাঝে তাঁদের কথা ভেবেই মূলত স্টাইলোরিয়ামের যাত্রা শুরু। কম কষ্টে নিজের পছন্দসই বিদেশি পণ্য ঘরে বসেই পেয়ে যাচ্ছেন ক্রেতারা।’
এই অনলাইন স্টোরে বিখ্যাত সব আন্তর্জাতিক ব্র্যান্ডের জুতা, ব্যাগ, ঘড়ি, কসমেটিকস ও বিভিন্ন ধরনের শাড়ি পাওয়া যায়। মূলত, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারত, যুক্তরাষ্ট্র ও চীন থেকে স্টাইলোরিয়ামের বেশিরভাগ পণ্য আনা হয়।
মন্তব্য করুন