অসহায় কোনো শিক্ষার্থী যাতে টাকার অভাবে লেখাপড়া থেকে ছিটকে না পড়ে, সে জন্য ফরিদপুরের সুহৃদদের পাশে থাকার পরামর্শ দিলেন টাইমস মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ. কে. আজাদ। ১২ মে ফরিদপুরে সুহৃদদের সঙ্গে সাংগঠনিক সভায় এ পরামর্শ দেন তিনি।
সুহৃদ সমাবেশ ফরিদপুরের সভাপতি জয়ন্ত ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সুহৃদ উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আলতাফ হোসেন, সমকাল ফরিদপুরের স্টাফ রিপোর্টার হাসানউজ্জামান, সমাজসেবক ও সুহৃদ উপদেষ্টা আওলাদ হোসেন বাবর।
সভায় সুহৃদদের উদ্দেশে এ. কে. আজাদ বলেন, আমি ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি থাকাকালীন প্রথম যে সিদ্ধান্ত নিয়েছিলাম, সেটা হলো বিশ্ববিদ্যালয়ের হতদরিদ্র ছেলেমেয়েদের খুঁজে বের করে বৃত্তি প্রদান করা। তারা যেন অর্থের অভাবে লেখাপড়া থেকে ছিটকে না পড়ে। ফরিদপুরের সুহৃদদের প্রতি অনুরোধ, তোমরা বিভিন্ন কলেজে যাও। সেখানে গিয়ে খুঁজে বের করো সত্যিকারের গরিব মেধাবী শিক্ষার্থী কারা; যারা অর্থাভাবে ঠিকমতো পড়াশোনা করতে পারছে না, তাদের পাশে গিয়ে দাঁড়াও। পাশাপাশি বৃদ্ধ ও প্রতিবন্ধীদের সহযোগিতার হাত বাড়িয়ে দাও। আমি সাধ্যমতো সহযোগিতা করব।
আওলাদ হোসেন বাবর বলেন, সুহৃদরা মানুষের পাশে থাকেন। সুহৃদদের চিকিৎসা-সংক্রান্ত বিষয়ে আমি সহযোগিতা করব।
অধ্যাপক আলতাফ হোসেন বলেন, এমন একজন স্বপ্নদ্রষ্টা মানুষ আমাদের পাশে আছেন, এটা আমাদের জন্য গর্বের বিষয়। ফরিদপুরের সুহৃদরা দুর্বার গতিতে এগিয়ে যাবে, অসহায় মানুষের পাশে দাঁড়াবে।
সভায় আরও উপস্থিত ছিলেন সুহৃদ সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, সাধারণ সম্পাদক কাজী সবুজসহ সুহৃদ মহুয়া ইসলাম, মিরান ফকির, হারুনুর রশিদ, প্রভাত সিং, বিনয় চন্দ, আব্রাম নাদিম ইতু, ওহিদুল ইসলাম, হাবিবুর রহমান, নাসিম শেখ, মুন্নি সুলতানা, শাকেরা আহমেদ, দীপ্ত, শাওন, মেহেদী, ইশরাত জাহান, ইয়াসিন প্রমুখ।

সুহৃদ, ফরিদপুর