নির্মল প্রকৃতি। চারদিকে নানা ফুলের সমাহার। সবুজ চত্বরে বসেন সুহৃদরা। যেন এক মোহনীয় পরিবেশ। শুরু হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর স্মরণে সভা। কবিতা আবৃত্তি ও কবির বিভিন্ন বই নিয়ে আলোচনায় মুখর হয়ে ওঠে আসর। ৮ মে ছিল কবিগুরুর ১৬২তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে ৯ মে ময়মনসিংহ সুহৃদ সমাবেশ আয়োজন করে অনুষ্ঠানের।
১৮৬১ সালের এই দিনে কলকাতার জোড়াসাঁকোয় সম্ভ্রান্ত জমিদার বংশে জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। কালজয়ী এ কবি জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে মহর্ষী দেবেন্দ্রনাথ ঠাকুরের ঘর আলো করে জন্ম নেন। সংস্কৃতিমনা পরিবারে জন্মগ্রহণ করায় শৈশব থেকেই নানা গুণ প্রকাশিত হওয়ার সুযোগ ঘটে তাঁর জীবনে। রবীন্দ্রনাথ ঠাকুর একাধারে ছিলেন কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোট গল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। সংস্কৃতি জগতে অসামান্য কীর্তির জন্য তাঁকে গুরুদেব, কবিগুরু, বিশ্বকবিসহ নানা উপাধিতে ভূষিত করা হয়।
কবিগুরুর জন্মবার্ষিকীতে ৯ মে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট চত্বরে আয়োজন করা হয় অনুষ্ঠানের। সেদিন বিকেল ৪টায় সুহৃদদের উপস্থিত হওয়ার সময় নির্ধারণ করা হয়। কিন্তু তার আগেই অনুষ্ঠানস্থলে হাজির হতে থাকেন সুহৃদরা। যথাসময়ে শুরু হয় কবিগুরুকে নিয়ে আলোচনা ও আবৃত্তি। সুহৃদের আয়োজনে এসে যুক্ত হন পলিটেকনিক ইনস্টিটিউটের কিছু শিক্ষার্থীও।
শুরুতেই কবিগুরুর ‘অনন্ত প্রেম’ কবিতা আবৃত্তি করেন সুহৃদ মোশাররফ হোসেন। এরপর ‘অভিমান’ কবিতা পড়েন সামিয়া তাবাসসুম। রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে নিজের জীবনে পড়া কিছু বই থেকে কথা বলেন জান্নাতুল ফেরদৌস। কবির ‘লজ্জা’ কবিতা আবৃত্তি করেন নিরব মিয়া। ধীরে ধীরে জমজমাট হয়ে ওঠে সুহৃদদের আলোচনা। রবিঠাকুরের অমর রচনা ‘শেষের কবিতা’ নিয়ে আলোচনা করেন সুহৃদের সাহিত্য সম্পাদক ও বাংলা বিভাগের শিক্ষক দীবাকর ভূষণ মিত্র।
সুহৃদের সভাপতি অধ্যক্ষ শওকত হোসেন দুই বাংলায় সমান জনপ্রিয় লেখক কবিগুরুকে আলোচনায় বলেন, পৃথিবীর একমাত্র কবি রবিঠাকুর, যিনি দুটি দেশের জাতীয় সংগীতের রচয়িতা। বাংলা সাহিত্যে তাঁর অসামান্য অবদান। তাঁর সৃষ্টি এখনও সমানভাবে জনপ্রিয়। তাঁর গান-কবিতাগুলো গভীর মর্মার্থ বহন করে।
সুহৃদ সমাবেশ ময়মনসিংহ জেলা ইউনিটের সাধারণ সম্পাদক আরিফ আহমেদ ফকিরের সঞ্চালনায় রবীন্দ্রনাথকে নিয়ে আরও কথা বলেন সুহৃদ নয়ন সরকার, সাব্বির
আহমেদ। আরও উপস্থিত ছিলেন দেলোয়ার হোসেন, রিয়াদ মিয়া, আশরাফুল ইসলাম, মারুফা আক্তার, তাহমিনা আক্তার, তানিয়া আক্তার, সুমন মিয়া, আবু সাঈম, সামিউল, জুনায়েদ প্রমুখ।

সাধারণ সম্পাদক, সুহৃদ সমাবেশ, ময়মনসিংহ