
কমিটি গঠন শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সুহৃদরা
গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) সমকাল সুহৃদ সমাবেশের নতুন কমিটি গঠন করা হয়েছে। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে ১১ মে রাতে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় নবগঠিত কমিটি ঘোষণা করা হয়। এর আগের দিন বিকেলে সুহৃদ সমাবেশ বশেমুরবিপ্রবির আহ্বায়ক সাইফুর রহমান সৈকতের সভাপতিত্বে সমকাল সুহৃদ সমাবেশের নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সবার সম্মতিক্রমে পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী সমকাল সুহৃদ সমাবেশের বশেমুরবিপ্রবির নবনির্বাচিত কমিটির উপদেষ্টা নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মাহবুব আলম ও পরিসংখ্যান বিভাগের সভাপতি ড. মোহাম্মদ কামাল হোসেন। কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন সভাপতি সাইফুর রহমান সৈকত, সহসভাপতি মো. রবিউল ইসলাম, সহসভাপতি মো. পারভেজ হাসান, সাধারণ সম্পাদক আসাদুর রহমান সানি, যুগ্ম সাধারণ সম্পাদক ফারজানা আক্তার আশা, যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ মোল্যা, সাংগঠনিক সম্পাদক রাইদ রহমান, অর্থ সম্পাদক শর্মিষ্ঠা সাহা, দপ্তর সম্পাদক মো. গোলাম রাব্বি, সাহিত্য সম্পাদক মো. সোহেল রানা, প্রচার-প্রকাশনা সম্পাদক রিফাতুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক মেঘলা ইসরাত দিশা, ক্রীড়া সম্পাদক আরফান সাগর, সমাজকল্যাণ সম্পাদক কাজী ইমতিয়াজ, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. আবির হোসাইন রিফাত, পরিবেশবিষয়ক সম্পাদক সাগর চক্রবর্তী ও নারীবিষয়ক সম্পাদক কানিজ সুবর্ণা। কার্যক্রমের ভিত্তিতে আগামী ছয় মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
সুহৃদ, বশেমুরবিপ্রবি
মন্তব্য করুন