চিকিংয়ে আরবের জনপ্রিয় গাওয়া কফি

দেশে যাত্রা শুরু করল আরবের জনপ্রিয় গাওয়া কফি। ১৯ মে রাজধানীর ধানমন্ডির চিকিং বাংলাদেশের আউটলেটে চালু হলো ‌গাওয়া প্রিমিয়াম ক্যাফে। এখানে এরাবিয়ান গাওয়া কফি এবং টার্কিশ কফির পাশাপাশি ফ্রেশ জুস, হট কফি, কোল্ড কফি, স্মুদি, মিল্ক শেক পাওয়া যাবে। চিকিং সংযুক্ত আরব আমিরাত (দুবাই) ভিত্তিক একটি শতভাগ হালাল আন্তর্জাতিক রেস্টুরেন্ট চেইন। এটি বাংলাদেশে নিয়ে এসেছে সিভিক ফুডস বিডি লিমিটেড। নতুন এই ক্যাফের উদ্বোধন করেন চিত্রনায়িকা শবনম বুবলী। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আলী আকবর, পরিচালক মো. আব্দুর রহমান মুন্সী, পরিচালক মো. খোরশেদ আলম এবং চিকিংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর নিয়াজ মোর্শেদ। গাওয়া প্রিমিয়াম ক্যাফের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আলী আকবর জানান, আজ থেকে চিকিং বাংলাদেশ পরিবারে যুক্ত হলো গাওয়া প্রিমিয়াম ক্যাফে। গাওয়া কফি আরব বিশ্বের জনপ্রিয় পানীয় এবং ইউনেস্কো ঘোষিত ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি। এটি হাজার বছর ধরে আরব সংস্কৃতির একটি কেন্দ্রীয় অংশ। আমাদের কফি শপের নামকরণ করা হয়েছে এই জনপ্রিয় ও ঐতিহ্যবাহী এই গাওয়া কফি থেকে।

গাওয়া কফি মানব শরীরে দ্রুত শক্তি বৃদ্ধি করে, হজম শক্তি বৃদ্ধি করে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, স্ট্রেস ও প্রেসার কমায়, শরীরের অতিরিক্ত ফ্যাট ও চর্বি কমাতে সাহায্য করে, ত্বক সুন্দর এবং উজ্জ্বল করে। অন্যদিকে চিকিং সংযুক্ত আরব আমিরাত (দুবাই) ভিত্তিক একটি শতভাগ হালাল আন্তর্জাতিক রেস্টুরেন্ট চেইন। বর্তমানে চিকিং বিশ্বের ৩৫টি দেশে ২৬৫টি আউটলেট রয়েছে। দেশে চিকিং ২০২১ সালের এপ্রিলে ধানমন্ডি এবং মে মাসে বনানীতে ২টি আউটলেট নিয়ে যাত্রা শুরু করে। খুব শিগগিরই বসুন্ধরা আবাসিক এলাকায় ৩য় আউটলেটের উদ্বোধন হতে যাচ্ছে।

বিশ্বরঙে ৩০% ছাড়

গ্রীষ্মকালে পোশাকের ওপর ৩০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে ‘বিশ্বরঙ’। শোরুম ও  অনলাইনের কেনাকাটায় যে কোনো পোশাকে ৩০ শতাংশ মূল্য ছাড় দেওয়া হচ্ছে। ২৬ মে থেকে ১৭ জুন পর্যন্ত চলবে মূল্য ছাড় অফারটি। এ সময়ের মধ্যে আপনার পছন্দের পোশাকটি সংগ্রহ করুন সাশ্রয়ী মূল্যে। বর্তমান সময়ের প্রেক্ষাপটে সাধ এবং সাধ্যের সমন্বয় করাটা দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তাই আপনার ভালোবাসার ফ্যাশন ব্র্যান্ড ‘বিশ্বরঙ’ তার শুভান্যুধায়ীদের সাধ এবং সাধ্যের সমন্বয় করার জন্যই আয়োজন করেছে গ্রীষ্ম উৎসবের এই বিশেষ আয়োজন।

মন মাতানো সব বাহারি ডিজাইনের কালেকশনই থাকছে ‘বিশ্বরঙ’-এর এ অফারে। পোশাকের প্যাটার্নে থাকছে ভিন্নতা। শাড়ি, পাঞ্জাবি, থ্রিপিস, ফতুয়া, শার্ট, টি-শার্ট ইত্যাদিতে স্বাভাবিকভাবে ব্যবহারোপযোগী আরামদায়ক সুতি, লিনেন, ভিসকস, ভয়েল, স্লাব, শ্যামলে কাপড় আর আভিজাত্য তুলে ধরতে জয়সিল্ক, ধুপিয়ান, হাফ সিল্ক, জর্জেট, সিফনসহ ভিন্ন ভিন্ন কিছু বাহারি কাপড় তো থাকছেই। পোশাকগুলোয় উজ্জ্বল রঙের পাশাপাশি প্রকৃতির বিভিন্ন রঙের ব্যবহার করা হয়েছে নান্দনিকভাবে, পাশাপাশি কাজের মাধ্যম হিসেবে এসেছে চুনরি, টাই-ডাই, ব্লক, বাটিক, কারচুপি, এপলিক, কাটওয়ার্ক, স্ক্রিনপ্রিন্ট ইত্যাদি।

গরম উপযোগী টি-শার্ট আনল বার্ডস আই

গরমে পরার জন্য আরামদায়ক টি-শার্ট নিয়ে এসেছে পোশাকের ব্র্যান্ড বার্ডস আই। টি-শার্ট ছাড়াও ব্র্যান্ডটিতে ছেলেদের অন্যান্য পোশাক যেমন– শার্ট, পাঞ্জাবি, প্যান্ট ইত্যাদি থাকছে। চীন, ভারত, বাংলাদেশের কাপড়ের তৈরি শত শত ডিজাইনের পাঞ্জাবি, শার্ট, পোলো টি-শার্ট সারাদেশে পাইকারি ও খুচরা বিক্রি করে বার্ডস আই। আজিজ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় বার্ডস আইয়ের দুটি মেগা শোরুম রয়েছে। সেখানে আছে পাইকারি ও খুচরা বিক্রয়ের ব্যবস্থা। যোগাযোগ : বার্ডস আই, ২৬ ও ৮ আজিজ সুপার মার্কেট (২য় তলা), শাহবাগ, ঢাকা-১০০০, ফোন- ০১৯১৫০৬৮১৫৩, ০১৯৭০৯৯৬৬৬২।



বিষয় : খোঁজখবর

মন্তব্য করুন