- ফিচার
- কানের মঞ্চে
কানের মঞ্চে

কান চলচ্চিত্র উৎসব মানে নিত্যনতুন ফ্যাশনে তারকাদের ভিড়। প্রতিবছর হলিউড থেকে বলিউড, ইউরোপ, চীনসহ বিশ্বের বিভিন্ন দেশের তারকারা হাজির হন কানের মঞ্চে। এবারও ছিল না তার ব্যক্তিক্রম। কান উৎসবে আসা দুজন সেলেব্রেটিকে নিয়ে লিখেছেন মোশারফ হোসেন।
এলি ফ্যানিং: কানের এবারের আসরে মার্কিন অভিনেত্রী এলি ফ্যানিং হাজির হয়েছেন ফ্রেঞ্চ রিভেরা স্টাইলের রেডি টু ওয়্যার রানওয়ে পোশাক নিয়ে। ভবিষ্যৎধর্মী এই পোশাকের ডিজাইনার প্যাকো রাবান। সিলভার ও ধাতব পদার্থ দিয়ে তৈরি পোশাকটি পালক আকৃতি ঝালরে ঢাকা। সঙ্গে ছিল সিলভার স্ট্র্যাপের জুতো ও চেইনমেইল হ্যান্ডব্যাগ। মুখে সাদামাটা লুকে পোশাকের গ্ল্যামার ফুটিয়ে তোলার জন্য চকচকে আইশ্যাডো, গোলাপি রঙের ব্লাশ এবং লিপস্টিক। এলির লম্বা স্বর্ণকেশী চুল স্ট্রেইট করে কাঁধের দিকে ছড়ানো ছিল। তবে কানের বিখ্যাত রেড কার্পেটে এলি ফ্যানিং আলো ছড়ান আলেক্সান্ডার ম্যাককুইনের কাস্টম মেড বল গাউন পরে। অনেকগুলো পুতি দিয়ে পোশাকটি অর্কিডের আকারে ডিজাইন করা। পোশাকের নিচের দিকে ছিল গোলাপি রঙের স্কার্ট। বাদ যায়নি অলংকারও। পরেছিলেন ডায়মন্ডের চোকার নেকলেস, ব্রেসলেট এবং আংটি।
জেমা চ্যান : কানের লালগালিচায় চীনা বংশোদ্ভূত ব্রিটিশ তারকা জেমা চ্যান পরেন লুই ভিঁতোর গাউন। হাতির দাঁতের পোশাকটি সিকুইন এবং প্যালেট দিয়ে সজ্জিত এবং পেছন দিক থেকে কাঁধ পর্যন্ত এসে গোলাকৃতির কলার গলার দিয়ে সামনের অংশের সঙ্গে মিশে গেছে। চেহারায় আভিজাত্য আনতে পরেন ডায়মন্ডের বেশ কিছু গহনা। কানের দুল, আংটি, ব্রেসলেটের মতো গহনায় চাকচিক্য ধরে রেখে মাত করেন কানের মঞ্চ। মেকআপের ক্ষেত্রে রঙের প্যালেট এবং চোখ, গাল ও ঠোঁটে গোলাপি হাইলাইটের শেড ব্যবহার করেন।
সূত্র: হারপার বাজার, উইডেড ওয়ান্ডারল্যান্ড ও অন্যান্য
মন্তব্য করুন