- ফিচার
- রাজবাড়ীতে চাঁদসহ ৫ নেতার বিরুদ্ধে মানহানির মামলা
রাজবাড়ীতে চাঁদসহ ৫ নেতার বিরুদ্ধে মানহানির মামলা

আবু সাঈদ চাঁদ। ফাইল ছবি
রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদসহ পাঁচ নেতার বিরুদ্ধে রাজবাড়ীতে মানহানির মামলা হয়েছে। বুধবার জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু বাদী হয়ে রাজবাড়ীর ২নং আমলি আদালতে মামলা করেন।
মামলার অন্য আসামিরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল এবং সাবেক সংসদ সদস্য নাদিম মোস্তফা।
গত ১৯ মে তারিখে রাজশাহীর শিবপুর উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসমাবেশে আসামিরা প্রকাশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে উস্কানিমূলক ও মানহানিকর বক্তব্য দিয়েছেন।
বাদীপক্ষের আইনজীবী রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার হোসেন জানান, আদালতের বিচারক মামলাটি গ্রহণ করেছেন।
মন্তব্য করুন