- ফিচার
- ঢাবি শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য উন্নয়নে কর্মসূচি
ঢাবি শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য উন্নয়নে কর্মসূচি

আজ বুধবার বিকেলে বিজয় একাত্তর হল মিলনায়তনে হলে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আবদুল বাছিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ছাত্র নির্দেশনা ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক সহযোগী অধ্যাপক ড. আজহারুল ইসলাম এবং অ্যালামনাই এসোসিয়েশনের মহাসচিব মোল্লা মো. আবু কাওসার।
আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ বলেন, শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশের জন্য মানসিক স্বাস্থ্য স্থিতিশীলতা অত্যন্ত জরুরি। বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীর দায়িত্ব থেকেই এটা আমরা করেছি। শিক্ষার্থীদের জন্য অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নানামুখী কল্যাণমূলক কার্যক্রম চলবে বলেও জানান তিনি।
দীর্ঘদিন আবাসিক হল পরিচালনার অভিজ্ঞতার কথা জানিয়ে অধ্যাপক আবদুল বাছির বলেন, পরিবার থেকে দূরে থাকা, অল্প জায়গায় অনেকের বসবাস, একাডেমিক এবং অভিভাবকের প্রত্যাশার চাপে শিক্ষার্থীরা প্রায়ই মানসিক সংকটে ভোগে। প্রশিক্ষিত মনোবিজ্ঞানীদের সেবা শিক্ষার্থীদের দারুণভাবে সহযোগিতা করতে পারে। তিনি কর্মসূচিতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে মানসিক স্বাস্থ্যের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ তানভীর রহমান, সহকারী অধ্যাপক মো. সেলিম হোসেন, চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. শাহনুর হোসেন।
ঢাকা আহসানিয়া মিশনের জ্যেষ্ঠ মনোবিজ্ঞানী রাখি গাঙ্গুলির সঞ্চালনায় বক্তারা মানসিক স্বাস্থ্য বিষয়ক শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
মন্তব্য করুন