
আইরিশ কবি মাইকেল লংলে
কালেপা টা কালা : কথাটা গ্রিক দার্শনিক প্লেটোর। এর অর্থ, “যা সুন্দর তা কঠিন।” গত ৯ মে বিবিসির প্রতিনিধি করম্যাক ক্যাম্পবেলের সঙ্গে আলাপে প্লেটোর এ কথা মনে করিয়ে দিলেন আইরিশ কবি মাইকেল লংলে— বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ ইংরেজ কবিদের একজন বলে তাঁকে মনে করা হয়।
সম্প্রতি, পুরনো ‘কঠিন’ সাহিত্যগুলো আধুনিক করার উদ্দেশে ‘সহজ’ করে পুনলিখিত হচ্ছে। লংলে জানান, তাঁর অবস্থান এর বিরুদ্ধে। একইসঙ্গে শুরু হয়েছে ‘সহজের’ নামে হালকা মেজাজ ও উপরিতল থেকে দেখা সাহিত্যের চল। এর নিন্দা জানান লংলে। সুন্দরের পথ কঠিন। তাকে সেভাবেই গ্রহণ করা শিখতে হবে।
অপর এক আলাপে মাইকেল লংলে বলেন, তবে কোনো কবি যদি ‘মহৎ কবিতা’ লিখতে বসেন, তাহলে ব্যর্থ হবেন। মহৎ কবিতা দুর্লভ। মহৎ কবি আরো দুর্লভ। যা কিছু মহৎ তা প্রাকৃত স্বতঃস্ফূর্ততায়, রহস্যময় উপায়ে তৈরি হবে, যদি লেখক নিজের লেখার প্রতি সৎ থাকেন। এবং যথারীতি, এ পথটিও কঠিন।
মাইকেল লংলে কবিতা লিখে বিপুল পাঠকপ্রিয়তাসহ সম্মানজনক বেশ কিছু পুরস্কার এ যাবত অর্জন করেছেন, যেমন হুইটব্রেড কবিতা পুরস্কার, টি এস ইলিয়ট পুরস্কার, কুইন্স স্বর্ণপদক প্রভৃতি।
মন্তব্য করুন