আমার ভুলের সমান
দুপুরের গান
 
তোমার চুলের সমান
 দুপুরের গান

ঝাঁ ঝাঁ রোদের সমান
দুপুরের গান

বোকা বোধের সমান
দুপুরের গান

একা হাঁটার সমান   
দুপুরের গান

বেঁধা কাঁটার সমান
দুপুরের গান

তোমাকে দেখার সমান
দুপুরের গান

কবিতা লেখার সমান
দুপুরের গান

নীরবতার সমান
দুপুরের গান

তোমার কথার সমান
দুপুরের গান

পাখির বুকের সমান
দুপুরের গান

আমার দুঃখের সমান
দুপুরের গান

বিষয় : পদাবলি

মন্তব্য করুন