এখানে এলে ঘুম-বাসর থেকে
পাখির কূজন ডেকে তুলে দেয়
বাঁশপাতার মর্মর সংগীতে
ভেসে আসে ফেলে যাওয়া অন্ধ-প্রেম;

দুরন্ত প্রেমিকের মতো আহ্লাদে
ছুঁয়ে দেয় ভোরের তেরছা আলো
শস্যশাবকেরা জেগে ওঠে
নিরন্ন মানুষের প্রলুব্ধ স্বপ্ন-থালায়।

এখানে মাটির মায়া জড়িয়ে রাখে
গোবরের ঘসি, সবুজের বীজতলা
গন্ধরাজ, বকুল, হাসনাহেনা
মনোলোভা, দৃষ্টি কেড়ে নেয়

এখানে অশ্বত্থ, বট-পাকুড়ের ছায়া
ক্লান্ত কৃষানির মায়া খুঁজে ফেরে
এখানে মানুষ ব্যাকুলতর;
ভাসিয়ে নেয় হৃদয়ের জলে

সবুজের স্বরগ্রামে নিতুই বাজে
মারফতি গানের করুণ মধুর সুর
কালীগঙ্গার সা-রে-গা-মা ঢেউ
প্রকৃতির বুক ফেটে উঠে আসে

এখানে ভালোবেসে কাছে ডাকে
মায়ের কবর, পিতার স্মৃতি-ভাস্বর।


বিষয় : পদাবলি

মন্তব্য করুন