কোথাও-বা পর্যুদস্ত পরাজিত মাথা-হেঁট,
তাও নয়;
মার-মার কাট-কাট জিত উদযাপন অভিষেক,
তাইবা কই;
ফিরে, ফিরে আসি গাঁয়ে মায়ের আঁচল প্রান্তে
উড়ুউড়ু দাদিমার পলিত কেশের ছায়া ছুঁয়ে,
চেনা, অচেনার আড়া টপকে,
পায়ে-পায়ে পার পরপার পারাবার পার
দুটো কথাবার্তা সেরে নেয়া যায় কিনা
দুয়ার পেরিয়ে অদূরের,
তেপান্তর মাঠ ছনে-ঢাকা ডর ফিরি;
কাফনের গিঁট খুলে উঁকি দেয়নি তো সূর্য, ক্রমে
ছায়ার অতলে ছায়া হেঁটে চলে হয় দূরগামী, দূর
শুনি, কোন দরিয়ার মহতী প্লাবন ডাকে, আয় …


বিষয় : পদাবলি

মন্তব্য করুন