- ফিচার
- ভেজাল কারবারিরাও সক্রিয়
ভেজাল কারবারিরাও সক্রিয়

সামনে ঈদ থাকায় সক্রিয় হয়ে উঠেছে মসলার ভেজাল কারবারিরা। ক্ষতিকর রং ও রাসায়নিক পদার্থ মিশিয়ে ভেজাল মসলা তৈরি করে বিক্রি করছে তারা পাইকারি ও খুচরা দোকানে। এমন মসলা বিক্রির অভিযোগে এরই মধ্যে চট্টগ্রামে ১০ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। সম্প্রতি চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার চাক্তাইয়ের একটি মিলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব-৭-এর চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) নুরুল আবসার জানান, অভিযানে ক্ষতিকর রং ও রাসায়নিক পদার্থ মেশানো প্রায় ৬০০ কেজি ভেজাল হলুদ, মরিচ ও ধনিয়া গুঁড়া জব্দ করা হয়েছে। এ ছাড়া ১২ কেজি ক্ষতিকর রং ও রাসায়নিক পদার্থ উদ্ধার করেছেন তাঁরা। গ্রেপ্তারকৃতদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে এই অপকর্ম করে আসছিল বলে স্বীকার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে জসিম উদ্দিন নামের এক ব্যক্তি মিলটির মালিক বলে নিশ্চিত করেছে র্যাব। এ ঘটনায় বাকলিয়া থানায় মামলা হয়েছে।
শুধু বাকলিয়া নয়, চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলাতেও এভাবে গড়ে উঠেছে ভেজাল মসলার কারখানা। আগে নগরীর কিছু নির্জন এলাকাকে এমন অপকর্মের জন্য বেছে নেওয়া হতো। এখন কৌশল পাল্টে বিভিন্ন উপজেলায় ভেজাল পণ্যের কারখানা দিচ্ছে অসাধু ব্যবসায়ীরা। ঈদ যত ঘনিয়ে আসছে, তাদের তৎপরতা ততই বাড়ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মন্তব্য করুন