পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নামেন সাঁতার না জানা দুই পর্যটক। স্রোতের টানে তারা ডুবে যাচ্ছিলেন। এ সময় তাদের উদ্ধার করে ট্যুরিস্ট পুলিশ। 

শনিবার দুপুরে সৈকতের জিরো পয়েন্ট এলাকায় এই ঘটনা ঘটে। তাদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

ওয়াটার বাইকে ডুবে যাওয়া পর্যটককে উদ্ধার করা হয় -সমকাল 

পুলিশ জানায়, ওই দুই পর্যটক ঢাকা থেকে কুয়াকাটায় বেড়াতে আছেন। তাঁরা সমুদ্র সৈকতে গোসল করতে নামেন, কিন্তু সাঁতার জানেন না। এ সময় গোসল করতে করতে প্রবল জোয়ারের কারণে সাগরের কিনারা থেকে বেশ দূরে চলে যান। পরে ডুবে যাওয়া দুই পর্যটক হাতের ইশারায় সাহায্য চান। 

দায়িত্বরত পুলিশের নজরে আসে ঘটনাটি। স্থানীয় ওয়াটার বাইকে চালক ও স্বেচ্ছাসেবকের সহযোগিতায় তাদের উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে আনা হয়। 

তারা হলেন- কুড়িল এলাকার মো. হেমায়েত উদ্দিনের ছেলে মেজবাহ উদ্দিন তালুকদার (২৮) ও বসুন্ধরা এলাকার হামিদ আলি ওয়াজেদের ছেলে মো. রাশিক (২৭)

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পরিদর্শক হাসনাইন পারভেজ বলেন, ট্যুরিস্ট পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবীদের চেষ্টায় তাদের উদ্ধার করা হয়েছে। এখন চিকিৎসা চলছে। তাদের পরিবারের সঙ্গে কথা হয়েছে।