- ফিচার
- ব্র্যাক ইউনিভার্সিটিতে আইন নিয়ে যুক্তিতর্ক
ব্র্যাক ইউনিভার্সিটিতে আইন নিয়ে যুক্তিতর্ক

ইন্ট্রা মুট কোর্ট প্রতিযোগিতায় অংশ নেয় বিশ্ববিদ্যালয়টির ছয়টি দল
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীদের আইনি ক্ষেত্রে ব্যবহারিক দক্ষতা ও আইনি যুক্তি চর্চার উদ্দেশ্যে চতুর্থবারের মতো ইন্ট্রা মুট কোর্ট প্রতিযোগিতার আয়োজন করেছিল ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ পরিচালিত ব্র্যাক ইউনিভার্সিটি ল সোসাইটি। দুই দিনব্যাপী ইন্ট্রা মুট কোর্ট প্রতিযোগিতায় অংশ নেয় বিশ্ববিদ্যালয়টির ছয়টি দল। পরে যুক্তিতর্ক উপস্থাপনের মাধ্যমে চূড়ান্ত পর্বে বিজয়ী ও রানার্সআপ দলের নাম ঘোষণা করা হয়। সম্প্রতি এ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিচারপতি মো. ইকবাল কবির, অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দীন এবং ব্র্যাক ইউনিভার্সিটি আইন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর শামসউদ্দীন আহমেদ। প্রধান অতিথিরা সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। চতুর্থ ইন্ট্রা মুট কোর্ট প্রতিযোগিতার বিজয়ী দল হিসেবে ঘোষণা করা হয় অডি অল্টারাম পারটেমকে। এ দলের সদস্যরা হলেন– তাসকিন আনিকা ও মো. মোস্তাফিজুর রহমান। কোচ হিসেবে ছিলেন নওজিন খান।
রানার্সআপ হয়েছে জারিন আঞ্জম ওনি ও সিয়াম শফির দল টিম ফোর্টিস। এ দলের কোচ হিসেবে ছিলেন তৌফিকা জাহান শফি। সেরা মুটারের পুরস্কার উঠেছে বিজয়ী দলের তাসকিন আনিকার হাতে। আর প্রতিযোগিতার সেরা মেমোরিয়ালের খেতাব পেয়েছে ডেভিলস অ্যাডভোকেট। এ দলের সদস্যরা হলেন– শাদমান সাকিব অয়ন ও স্রেওশি কর্মকার। এই টিমের কোচ হিসেবে ছিলেন অর্ণব ভট্টাচার্য।
আয়োজন সম্পর্কে ব্র্যাক ইউনিভার্সিটি ল সোসাইটির প্রেসিডেন্ট সামিয়া মনজুর বলেন, ‘ব্র্যাক ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থীদের ব্যবহারিক ক্ষেত্রে দক্ষ ও আইনি প্রক্রিয়াগুলো সম্পর্কে ধারণা প্রদানের উদ্দেশ্যে প্রতিবছর মুট কোর্ট প্রতিযোগিতার আয়োজন করা হয়। যাতে করে শিক্ষার্থীরা নিজেদের যুক্তিতর্ক বিচারকদের সামনে উপস্থাপনের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করতে পারে। এ আয়োজনের উদ্দেশ্যও ছিল একই। প্রতিটি সদস্যের আন্তরিক সহযোগিতায় সম্পূর্ণ আয়োজন সম্পন্ন করা সম্ভব হয়েছিল। চেষ্টা করেছি প্রতিটি প্রতিযোগীর যুক্তিগুলো মনোযোগ দিয়ে শোনার; যাতে করে আমিও কিছু না কিছু শিখতে পারি তাদের থেকে। প্রধান অতিথিরা তাঁদের কর্মজীবনের নানা মজার অভিজ্ঞতা শেয়ার করেছেন। সব মিলিয়ে আমার অভিজ্ঞতা ছিল দারুণ। ’
সামিয়া মনজুর আরও জানান, ব্র্যাক ইউনিভার্সিটি ল সোসাইটি আইন বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রতিবছরই নানা ধরনের সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করে থাকে। যেমন– আইনবিষয়ক ক্যারিয়ার সেমিনার, কোর্ট পরিদর্শন, বার্ষিক নিউজলেটার প্রকাশসহ বিভিন্ন রকম আয়োজন।
ব্র্যাক ইউনিভার্সিটি ল সোসাইটির উপদেষ্টা হিসেবে আছেন আইন বিভাগের প্রফেসর সাজেদা যোহরা ঠাকুর ও সহ-উপদেষ্টা হিসেবে রয়েছেন প্রফেসর ইসমাত মোর্শেদ।
মন্তব্য করুন