- ফিচার
- তিন দেশে বৃত্তির সুযোগ
তিন দেশে বৃত্তির সুযোগ

ইউনিভার্সিটি অব মেলবোর্ন
অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব মেলবোর্ন প্রায় এক হাজার বিদেশি শিক্ষার্থীকে বৃত্তি দেবে। কিছু শর্তসাপেক্ষে বিশ্ববিদ্যালয়টিতে ভর্তি হওয়া স্নাতক (আন্ডার গ্র্যাজুয়েট) পর্যায়ের বিদেশি শিক্ষার্থীরা স্বয়ংক্রিয়ভাবে এই বৃত্তির জন্য বিবেচ্য হবেন, আলাদা করে আবেদনের প্রয়োজন হবে না।
প্রয়োজনীয় তথ্য
*অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ছাড়া অন্য দেশের নাগরিক হতে হবে
*অস্ট্রেলিয়ার স্থায়ী বাসিন্দা (পার্মান্যান্ট রেসিডেন্ট) হওয়া চলবে না
*মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের যে কোনো বিষয়ে স্নাতক কোর্সের জন্য শর্তহীন অফার পেয়েছেন এমন হতে হবে
*উচ্চমাধ্যমিকে ভালো ফল থাকতে হবে
*এর আগে স্নাতক কিংবা সমমানের কোনো কোর্সে পড়াশোনা করে থাকলে হবে না
বিস্তারিত-scholarships.unimelb.edu.au
হেলমুট ভেইথ স্কলারশিপ
প্রতিবছর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত ব্যতিক্রমী ও প্রতিভাবান নারী শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে মাস্টার্সের সুযোগ দিয়ে থাকে হেলমুট ভেইথ স্টাইপেন্ড কর্তৃপক্ষ। এ ফান্ডের আওতায় শিক্ষার্থীরা অস্ট্রিয়ায় অবস্থিত ভিয়েনা ইউনিভার্সিটি অব টেকনোলজিতে পড়ার সুযোগ পাবেন। এখানে পড়াশোনা করে আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা অর্জনের পাশাপাশি বিশ্বব্যাপী ক্যারিয়ার গড়ার এক অসামান্য সুযোগ পাবেন।
যেসব বিষয়ে পড়া যাবে
*লজিক অ্যান্ড কম্পিউটেশন
*বিজনেস ইনফরমেটিকস
*ডাটা সায়েন্স
*মিডিয়া অ্যান্ড হিউম্যান সেন্টার কম্পিউটিং
*কম্পিউটার ইঞ্জিনিয়ারিং
আবেদনের শেষ তারিখ : ৩০ নভেম্বর ২০২৩।
বিস্তারিত– http://www.vcla.at/helmut-veith-stipend/
সিঙ্গাপুরে ফ্রি স্কলারশিপ
বিদেশি শিক্ষার্থীদের জন্য ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে সিঙ্গাপুর সরকার। বাংলাদেশসহ বিশ্বের যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
সিঙ্গা অ্যাওয়ার্ডের আওতায় আছে এজেন্সি ফর সায়েন্স, টেকনোলজি অ্যান্ড রিসার্চ (এস্টার), নানয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি (এনটিইউ), ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর (এনএসইউ) এবং সিঙ্গাপুর ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ডিজাইন।
এসব বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ও প্রকৌশল বিষয় নিয়ে পিএইচডি করতে পারবেন শিক্ষার্থীরা। পিএইচডি কোর্সের মেয়াদ সর্বোচ্চ চার বছর।
আবেদনের প্রক্রিয়া
*আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
গ্রন্থনা : রাজিয়া আক্তার
মন্তব্য করুন