এইচপি, ডেল, এসার, লেনোভো, আসুসের মতো জনপ্রিয় ব্র্যান্ডের ল্যাপটপে ন্যূনতম এক হাজার টাকা থেকে শুরু করে ১৪ হাজার টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে প্রযুক্তি পণ্য বিক্রেতা কোম্পানি স্টারটেক।

এ অফারের আওতায় লেনোভো থিংকপ্যাড১৪এস ১১ জেনারেশনের কোর আই ফাইভ ল্যাপটপটি ১৩ হাজার ৫০০ টাকা ছাড়ে এক লাখ ৪২ হাজার টাকায় কেনা যাবে।

এ ছাড়া নির্দিষ্ট ল্যাপটেপের সঙ্গে রয়েছে উপহার। অফার চলবে ৩১ মে পর্যন্ত।