
লজিটেক এনেছে বাঁকানো কি-বোর্ড। আয়েশি টাইপের নিশ্চয়তা দিতে কোম্পানিটি এরগো কে৮৬০ মডেলের এ কি-বোর্ড বাজারজাত করছে।
এটির ঢালু ডিজাইনের জন্য কাজের সময় কবজি ও বাহুতে কম চাপ পড়ে। প্রথাগত কি-বোর্ডের চেয়ে এটি ব্যবহারের সময় কবজি ২৫ শতাংশ কম বাঁকানোর প্রয়োজন হয়।
এর বোতামগুলো আঙুলের আকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ফলে তারবিহীন এ কি-বোর্ড দেবে আরামদায়ক টাইপিংয়ের অভিজ্ঞতা। এটি ব্লুটুথ ও ইউএসবি কানেক্টিভিটি সমর্থন করে। এটি ডিভাইসের ৩৩ ফুট দূর থেকেও কাজ করতে পারে। দাম ১৩০ ডলার।
বিষয় : কি-বোর্ড আরামদায়ক কি-বোর্ড নতুন পণ্য
মন্তব্য করুন